নরেন্দ্রপুর, 2 জুন : আত্মঘাতী বাড়ির একমাত্র রোজগেরে ছেলে । ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার রানিয়ায় । বাড়ির শৌচাগার থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে নরেন্দ্রপুর থানার পুলিশ । মৃতের নাম মহাদের ঘোষ (20) ।
মহাদেবের এক আত্মীয় জানিয়েছেন, কলকাতায় একটি দোকানে কাজ করতেন মহাদেব ওরফে ভৈরব। রাজ্যে কড়া বিধিনিষেধ চললেও সে জগুবাজারের একটি উপহারসামগ্রীর দোকানে কাজ করতেন তিনি ৷ সকাল 7টা থেকে 10টা পর্যন্ত দোকান খোলা থাকত ৷ সেই সময় মেনে তিনি চলে যেতেন ৷