পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডায়মন্ড হারবার হাসপাতালে করোনা রোগীর ভিড়, স্বাস্থ্য দফতরে বেড বাড়ানোর আবেদন - Diamond Harbor Covid Hospital

ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 160 বেডের কোভিড ওয়ার্ড খোলা হয়েছিল। কিন্তু করোনা পজেটিভ মুমূর্ষ রোগীদের ভর্তি হওয়ার সংখ্যাটা প্রায় চারগুণ বেড়ে যাওয়ায় হাসপাতালের বেড এখন প্রায় পরিপূর্ণ। অক্সিজেন প্ল্যান্ট বসানো হলেও অক্সিজেনের ঘাটতি মেটানো যাচ্ছে না ৷ খুব শীঘ্রই বেড বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছে স্বাস্থ্য দফতর ৷

ডায়মন্ড হারবার হাসপাতালে করোনা রোগীর ভিড়
ডায়মন্ড হারবার হাসপাতালে করোনা রোগীর ভিড়

By

Published : May 14, 2021, 3:08 PM IST

ডায়মন্ড হারবার, 14 মে : রাজ্যে করোনা পরিস্থিতি উদ্বেগজনক। করোনায় আক্রান্তের সংখ্যা প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ ইতিমধ্যেই হাসপাতালগুলিতে বেডের সংকট দেখা দিয়েছে। দেখা দিয়েছে অক্সিজেন সংকটও ৷ পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় তাই আগেভাগেই করোনা রোগীদের জন্য বেডের সংখ্যা যেমন বাড়ানো হয়েছিল, তেমনই হাসপাতালে বসানো হয়েছিল অক্সিজেন প্ল্যান্ট ৷ কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে কার্যত নাজেহাল অবস্থা দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের ৷

অভিযোগ, জ্বর, সর্দি-কাশির সঙ্গে শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে যাঁরা হাসপাতালে ভর্তি হতে আসছেন, তাঁরা বেড পেলেও সময় মত অক্সিজেন পাচ্ছেন না ৷ যদিও হাসপাতাল সূত্রে খবর, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে 160 বেডের কোভিড ওয়ার্ড খোলা হয়েছিল। কিন্তু করোনা পজেটিভ মুমূর্ষ রোগীদের ভর্তি হওয়ার সংখ্যাটা প্রায় চারগুণ বেড়ে যাওয়ায় হাসপাতালের বেড এখন প্রায় পরিপূর্ণ। বাধ্য হয়ে আরও100 টি বেড বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে । অক্সিজেন প্ল্যান্ট বসানো হলেও অক্সিজেনের ঘাটতি মেটানো যাচ্ছে না ৷ করোনা আক্রান্ত রোগীদের ভর্তির চাপে চিন্তার ভাঁজ চিকিৎসদের কপালে।

ডায়মন্ড হারবার হাসপাতালে করোনা রোগীর ভিড়,কী বললেন হালসপাতালের আধিকারিক ?

হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্বাস্থ্য দফতরের কাছে বেড বাড়ানোর আবেদন করা হয়েছে ৷ খুব শীঘ্রই বেড বাড়ানো হবে বলে আশ্বাস দিয়েছে স্বাস্থ্য দফতর ৷ অন্যদিকে চিকিৎসার আশঙ্কা, যে অক্সিজেন প্ল্য়ান্ট বসানো হয়েছে তাতেও অক্সিজেনের ঘাটতি দেখা দেবে আগামী দিনে ৷ সেই কথা মাথায় রেখেই একটি নতুন অক্সিজেন প্ল্যান্ট বসানোর চিন্তাভাবনা করছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ রাজ্য করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আগেই আগাম প্রস্তুতি নিতে চলেছে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন :রাজ্য়বাসীকে ঈদের শুভেচ্ছা ফিরহাদের

ABOUT THE AUTHOR

...view details