ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চারদিন নিখোঁজ থাকার পর উদ্ধার যুবকের দেহ - বারুইপুরে আজকের খবর

শনিবার রহস্যজনক ভাবে রক্তাক্ত অবস্থায় নিজের ঘর থেকে দেহ উদ্ধার হল এক যুবকের । ত্রিকোণ প্রেমের জেরেই তিনি খুন হয়েছেন, তাঁর গলায় আঘাতের চিহ্ন থাকায় খুন বলে দাবি করেন পরিবারের সদস্যরা ।

the-mysterious-death-of-a-young-man
চারদিন নিখোঁজ থাকার পর উদ্ধার যুবকের দেহ
author img

By

Published : Dec 22, 2019, 12:03 AM IST

বারুইপুর, 21 ডিসেম্বর: শনিবার রক্তাক্ত অবস্থায় নিজের ঘর থেকে উদ্ধার হল এক যুবকের দেহ । তাঁর নাম কুমারেশ নস্কর (28) ৷ বাড়ি দক্ষিণ 24 পরগনার বারুইপুরে ৷ তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন ৷ কুমারেশ গত বুধবার থেকে নিখোঁজ ছিলেন ৷ ত্রিকোণ প্রেমের জেরেই তিনি খুন হয়েছেন বলে দাবি পরিবারের ।

আজ সকালে ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয় । গলায় আঘাতের চিহ্ন ছিল । পরিবারের দাবি, নাজ়িরপুরের এক বিবাহিতা মহিলার সঙ্গে সম্পর্ক ছিল তাঁর । এই নিয়ে পরিবারের অশান্তি ছিল ৷

শুক্রবার সন্ধেয় এক বন্ধুর সঙ্গে নাজ়িরপুর যান কুমারেশ ৷ । সেখানে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ । তারপর আজ সকালে দেহ উদ্ধার হয় । যদিও মারধরের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে স্থানীয় তৃণমূল নেতা । খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থানে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় । তদন্ত শুরু করেছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

author-img

...view details