দক্ষিণ 24 পরগনা, 17 মার্চ : তিন সন্তান সহ এক মহিলার রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার যোগেন্দ্রপুরে ৷ আজ সকালে অনেকক্ষণ কোনও সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা ডাকতে যান ৷ তখনই ঘরের মধ্যে শিউলি ভোড় নামে ওই মহিলার নিথর দেহ দেখতে পান তাঁরা ৷ সেই সঙ্গে তাঁর পাশেই পড়েছিল দুই ছেলে শান্তনু ও সূর্য এবং এক মেয়ে পায়েলের দেহ ৷ প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে মনে করছে পুলিশ ৷ যদিও মৃত্যুর পিছনে অন্যকোনও কারণ রয়েছে কি না খতিয়ে দেখতে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷
পুলিশ সূত্রে খবর, আজ সকালে দীর্ঘক্ষণ শিউলি ভোড়ের কোনও সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীরা তাঁকে ডাকতে যান ৷ ঘরের দরজা খুলে ভিতরে ঢুকলে প্রতিবেশীরা শিউলি ও তাঁর তিন ছেলেমেয়ের দেহ দেখতে পায় ৷ প্রতিবেশীদের দাবি শিউলি গত কয়েক মাস ধরে অবসাদে ভুগছিলেন ৷ সেই থেকেই আত্মহত্যা করেছেন ৷ একই সঙ্গে তিন সন্তানকেও বিষ দিয়েছেন ৷ যদিও পুলিশ ঘটনার পূর্ণাঙ্গত তদন্ত শুরু করেছে ৷ জানা গিয়েছে পাথর প্রতিমার বাসিন্দা বছর বত্রিশের রাজু ভোড়ের স্ত্রী শিউলি ৷ হাওড়ায় একটি কারখানায় কাজ করেন রাজু ৷ আগে মাঝে মধ্যে বাড়িতে এলেও, গত দু’মাস ধরে বাড়ি ফেরেননি তিনি ৷ এমনকি স্ত্রী ও সন্তানদের জন্য কোনও টাকাও পাঠান না রাজু ৷ এই অবস্থায় চরম আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন শিউলি ৷ মাঝে মধ্যেই প্রতিবেশীদের কাছে এ নিয়ে অভিযোগ জানাতেন ৷ শেষের দিকে চরম আর্থিক সঙ্কটে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন শিউলি ৷