পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাঙড়ে জমি কমিটির সদস্যদের হাতে আরাবুল-পুত্র আক্রান্ত

ভাঙড়ের পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান আরাবুল-পুত্র হাকিমুল ইসলামের ওপর এদিন চড়াও হন জমি কমিটির সদস্যরা । এলাকার উন্নয়নের কাজ সহ একশো দিনের কাজ নিয়ে ঝামেলা বাধে জমি কমিটির সদস্যদের সঙ্গে । পঞ্চায়েত অফিসও ভাঙচুর করা হয় ।

ভাঙড়ে পঞ্চায়েত অফিস ভাঙ্গচুর করা হয়
ভাঙড়ে পঞ্চায়েত অফিস ভাঙ্গচুর করা হয়

By

Published : Jul 5, 2021, 8:12 PM IST

ভাঙড়, ৫ জুলাই : ভাঙড়ের পোলেরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিস ভাঙচুর করা হল ৷ পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানকে মারধর করা হয় । এমনকি তাঁদের গাড়িও ভাঙচুর করা হয় । ঘটনায় অভিযোগ উঠছে জমি কমিটির সদস্যদের বিরুদ্ধে ।

এদিন গ্রাম পঞ্চায়েতের অফিসে একশো দিনের কাজ-সহ অন্যান্য কাজের দাবি নিয়ে এলাকার মানুষদের নিয়ে পঞ্চায়েত অফিসে আসেন জমি কমিটির সদস্যরা । সেখানে পঞ্চায়েতের সেক্রেটারি-সহ উপপ্রধান আরাবুল পুত্র হাকিমুল ইসলামের সঙ্গে এলাকার উন্নয়নের কাজ সহ একশো দিনের নদীবাঁধের কাজ নিয়ে ঝামেলা বাধে ।

গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ উপ-প্রধান, আরাবুল পুত্র হাকিমুল ইসলামের ওপর এদিন চড়াও হয় জমি কমিটির সদস্যরা

আরও পড়ুন...ক্যানিংয়ে শাসকের গোষ্ঠী কোন্দল, যুবর মার খেয়ে হাসপাতালে দুই নেতা

অভিযোগ, জমি কমিটির লোকজন পঞ্চায়েতর টেবিল, চেয়ার ভাঙচুর করেন । এর পাশাপাশি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ পঞ্চায়েতের কর্মীদের উপরে চড়াও হন । জমি কমিটির সদস্যদের হাতে আক্রান্ত হন খোদ আরাবুল-পুত্র হাকিমুল ইসলাম । এর পাশাপাশি হাকিমুল ইসলামের গাড়ি-সহ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ।

ABOUT THE AUTHOR

...view details