বেহালা, 2 জুন :বেহালা পর্ণশ্রী পলিটেকনিক কলেজে আজ 100 শয্যাবিশিষ্ট সেফ হোম উদ্বোধন করলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পার্থ বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেসব কাজ হচ্ছে তাতে ব্যাঘাত ঘটানোর জন্যই আলাপন বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া হয়েছে ৷
আজ পার্থ চট্টোপাধ্যায় বিকেলে এই সেফ হোম উদ্বোধন করেন ৷ তিনি জানিয়েছেন, বিদ্যাসাগর হাসপাতাল থেকে যদি মনে করে তাহলে তারা এখানে রোগীদের পাঠাতে পারবে ৷ ডাক্তার এবং নার্স সকলেই থাকবেন এই সেফ হোমে ৷ আশঙ্কাজনক নয় এমন করোনা রোগীদের চিকিৎসা হবে এখানে ৷
আলাপন প্রসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ পার্থর অন্যদিকে আলাপন বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দেওয়া নিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমার কিছু বলার নেই ৷ যে বিপর্যয় মোকাবিলা করবে তাঁকে সরিয়ে দেওয়া হচ্ছে ৷ যেটা হয়েছে লজ্জাজনক ৷ যে মানুষটি কাজ করবেন তাঁকে যদি মানসিকভাবে দুর্বল করে দেওয়া হয় তাহলে সামনে থেকে কাজ করবে কী ভাবে? মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেসব কাজ হচ্ছে তাতে ব্যাঘাত ঘটানোর জন্য একটা চক্রান্ত চলছে ৷ এটা সম্ভব হবে না ৷"
আরও পড়ুন:মোদি-শাহ আর আমার বিরুদ্ধেও বিপর্যয় মোকাবিলা আইন প্রয়োগ হোক : অভিষেক