পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মূক-বধির যুবতিকে ধর্ষণ, হুমকি, অপহরণ, অভিযুক্ত তৃণমূল সমর্থক - rape

মূক-বধির এক যুবতিকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ তৃণমূলের এক সমর্থকের বিরুদ্ধে । ওই যুবতির পরিবারের অভিযোগ, অভিযুক্ত তৃণমূল সমর্থক হওয়ায় তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে অস্বীকার করেছে জেলা তৃণমূল সদস্য। বরং বিষয়টি মিটমাটের চেষ্টা করেন তিনি ।

ছবিটি প্রতীকী

By

Published : Jul 6, 2019, 2:11 PM IST

নোদাখালি, 6 জুলাই: বছর উনিশের এক মূক-বধির যুবতিকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূলে সমর্থকের বিরুদ্ধে । অভিযুক্তের নাম শেখ হাফিজুল (23) । অভিযোগকারিণীর পরিবারের দাবি, তাঁরা বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে যান তৃণমূল জেলা পরিষদের সদস্য বাপি শেখের কাছে । কিন্তু হাফিজুল তাঁর দলের সমর্থক হওয়ায় বিষয়টিতে তিনি সহযোগিতা করেননি বলে অভিযোগ । বরং দু'পক্ষের পরিবারকে ডেকে বিষয়টি মিটমাট করে নিতেও বলা হয় । এখনও অধরা হাফিজুল । তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

পরিবারের লোকেরা জানিয়েছেন, ওই যুবতীকে এক মাস আগে গর্ভনিরোধক বড়ি খেতে দেখে সন্দেহ হয় তাঁদের । স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হলে তাঁরা জানতে পারেন দিনের পর দিন তাঁকে ধর্ষণ করেছে হাফিজুল । এরপরেই তাঁরা ১১ জুন থানায় অভিযোগ দায়ের করেন । 3 জুলাই ডায়মন্ডহারবারে জেলা পুলিশের SP-র কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।

স্থানীয় জেলা পরিষদের সদস্যের বাপি শেখের দ্বারস্থও হন তাঁরা । কিন্তু বাপি তাঁদের কোনও অভিযোগ শুনতে চাননি বলে অভিযোগ । বরং দুই পক্ষের পরিবারকে ডেকে বিষয়টি সমাধান করতে বলা হয় । অভিযুক্ত তৃণমূলের সমর্থক বলে তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের । তাঁদের মামলা তুলে নিতে হুমকিও দেওয়া হয় । মারধরও করা হয়ছে বলে অভিযোগ ।

এছাড়াও গত 30 জুন স্কুলের সামনে থেকে অভিযোগকারিণীকে অপহরণ করা হয় । 3 জুলাই ডায়মন্ডহারবার পুলিশ জেলার SP-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁরা । অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details