নোদাখালি, 6 জুলাই: বছর উনিশের এক মূক-বধির যুবতিকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূলে সমর্থকের বিরুদ্ধে । অভিযুক্তের নাম শেখ হাফিজুল (23) । অভিযোগকারিণীর পরিবারের দাবি, তাঁরা বিষয়টি নিয়ে অভিযোগ জানাতে যান তৃণমূল জেলা পরিষদের সদস্য বাপি শেখের কাছে । কিন্তু হাফিজুল তাঁর দলের সমর্থক হওয়ায় বিষয়টিতে তিনি সহযোগিতা করেননি বলে অভিযোগ । বরং দু'পক্ষের পরিবারকে ডেকে বিষয়টি মিটমাট করে নিতেও বলা হয় । এখনও অধরা হাফিজুল । তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
পরিবারের লোকেরা জানিয়েছেন, ওই যুবতীকে এক মাস আগে গর্ভনিরোধক বড়ি খেতে দেখে সন্দেহ হয় তাঁদের । স্থানীয় ক্লিনিকে নিয়ে যাওয়া হলে তাঁরা জানতে পারেন দিনের পর দিন তাঁকে ধর্ষণ করেছে হাফিজুল । এরপরেই তাঁরা ১১ জুন থানায় অভিযোগ দায়ের করেন । 3 জুলাই ডায়মন্ডহারবারে জেলা পুলিশের SP-র কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ।