ভাঙড়, 1 জুলাই: দেওয়াল লিখনকে কেন্দ্র করে আবারও অশান্ত হয়ে উঠল দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভা এলাকা । পঞ্চায়েত নির্বাচনের আর সপ্তাহখানেক বাকি রয়েছে ৷ এই পরিস্থিতিতে ভাঙড়ের কাশীপুর থানার অন্তর্গত ভগবানপুর অঞ্চলে আইএসএফের লেখা দেওয়ালে বোমা মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে । ঘটনাস্থলে এসে যায় কাশীপুর থানার পুলিশ । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায় ।
এই ঘটনার প্রতিবাদে আইএসএফ কর্মী-সমর্থকরা ভগবানপুর গ্রাম পঞ্চায়েতে সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান । আইএসএফ প্রার্থী আলমগীর হোসেনের দাবি, এলাকায় নতুন করে উত্তেজনা তৈরি করার জন্য তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বোমাবাজি চালাচ্ছে ৷ আইএসএফের কর্মী ও সমর্থকদের ভয় দেখাচ্ছে । যদিও শাসকদলের ওপর ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা মিরাজুল ইসলাম ৷ তাঁর অভিযোগ, নতুন করে ভাঙড়ে উত্তেজনা তৈরি করার জন্য আইএসএফ কর্মী-সমর্থকরা রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের সমস্যার সৃষ্টি করছে ।