ক্যানিং, 9 মার্চ : চার মাস ধরে বন্ধ বেতন ৷ তার জেরেই মঙ্গলবার থেকে অবস্থান বিক্ষোভে বসলেন দক্ষিণ 24 পরগনার জেলার ক্যানিং মহকুমা হাসপাতালের 19 জন অস্থায়ী সাফাই কর্মী (Canning Sub Divisional Hospital) ।
এই সমস্ত অস্থায়ী কর্মীদের মধ্যে অধিকাংশই মহিলা ৷ তাঁদের অভিযোগ, বিগত চার মাস ধরে কাজ করলেও তাঁরা কোনও বেতন পাচ্ছেন না ৷ যার ফলে বিক্ষোভ অবস্থানে বসতে বাধ্য হয়েছেন । তবে বিক্ষোভ দেখালেও সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় তাই হাসপাতালে পরিষেবাও সচল রেখেছেন তাঁরা ৷
তাঁরা চাইছেন, চারমাসের কাজের নিরিখে সঠিক সময়ে বেতন দেওয়া হোক । না হলে পরিবার নিয়ে চরম সংকটে পড়তে হচ্ছে । রাজ্য সরকার তাঁদের কথা বিবেচনা করে অবিলম্বে সঠিক পদক্ষেপ গ্রহণ করলে তবেই তাঁরা বিক্ষোভ অবস্থান থেকে বিরত থাকবেন বলেও জানা তাঁরা । আর তা না হলে আগামী দিনে অবস্থান বিক্ষোভের পাশাপাশি অনশনের হুঁশিয়ারিও দেন এই অস্থায়ী সাফাই কর্মীরা (Temporary Cleaning Workers on Demonstration for Demanding Salary at Canning Hospital) ৷