দক্ষিণ 24 পরগনা, 10 মে: গ্রামবাংলার প্রচলিত কথা, ‘শীতের কাঁথা, বর্ষার ছাতা আর গরমে হাতপাখা’ ৷ বাঙালির এই তিনটি জিনিস চিরকালের সম্বল ছিল ৷ কিন্তু, সময়ের সঙ্গে সেই সম্বলগুলির রকম ফের হয়েছে ৷ বর্ষার ছাতা বাদ দিলে বাকি ক্ষেত্রে সেই বদল তো অবশ্যই এসেছে ৷ আর তালপাতার তৈরি হাতপাখার চল সে অর্থে প্রায় নেই বললেই চলে ৷ তার জায়গায় আধিপত্য বিস্তার করেছে বৈদ্যুতিক ফ্যান, কুলার ও এসি মেশিন ৷ গ্রামেগঞ্জেও পৌঁছে গিয়েছে এর ছোঁয়া ৷ আর তাই মাথায় হাত দক্ষিণ 24 পরগনার জয়নগর চণ্ডিপুরের তালপাতার হাতপাখা তৈরির কারিগররা ৷
আধুনিকতার এই দৌড়ে তাই চিন্তায় পড়েছেন তালপাতার হাতপাখা প্রস্তুতকারীরা ৷ দক্ষিণ 24 পরগনার জয়নগর চণ্ডিপুরের বিস্তীর্ণ এলাকায় তালপাতা দিয়ে হাতপাখা তৈরি করা হয় ৷ এখন সেখানকার শিল্পীদের মাথা হাত ৷ হাতপাখা তৈরির বরাত সেভাবে আসে না ৷ এই তীব্র গরমে যদিও কিছু বরাত পাওয়া যায় ৷ তবুও, আজ থেকে 10-15 বছর আগের পরিস্থিতি আর নেই ৷ গ্রামগঞ্জের লোকজন কিছুটা হলেও ব্যবহার করেন ৷ কিন্তু, শহরে ও মফঃস্বলে হাতপাখার দেখা পাওয়া খুবই দুষ্কর ৷
চৈত্র মাস পড়তে না পড়তে গরমে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ত ৷ আর তখনই গৃহস্থের ঘরে বেরিয়ে পড়ত বিভিন্ন নকশা আঁকা রঙিন তালপাতার হাতপাখা ৷ বাড়ির বারান্দা হোক বা উঠন ৷ হাতপাখা হাতে হাওয়া খাওয়ার আমেজই ছিল আলাদা ৷ সঙ্গে চলত মা-ঠাকুমাদের গল্পগুজব ৷ কিন্তু, সেই দিনও আর নেই ৷ আর সময়ও ৷ একটা সুইচ টিপলেই মাথার উপরে বনবন করে ঘুরছে বৈদ্যুতিক পাখা ৷ আর এই গরমে এখন ঘরে ঘরে এয়ার কন্ডিশনিং মেশিনের বার-বাড়ন্ত ৷ জানালা-দরজা বন্ধ করে ঘরের ভিতরে কৃত্রিম শীতল পরিবেশ তৈরি করা হচ্ছে ৷ তাতে আরামও আছে, আবার ব্যারামও !