সাগর, 15 ফেব্রুয়ারি: একের পর এক প্রাকৃতিক বিপর্যয়ে বেহালা দশা সুন্দরবনের প্রান্তিক এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলির (Poor conditions of Sundarban primary schools)। সাগরে মুড়িগঙ্গা 2 গ্রাম পঞ্চায়েতের মন্দিরতলা কুন্তলা জুনিয়র বেসিক প্রাথমিক বিদ্যালয় তার প্রত্যক্ষ উদাহরণ । প্রাকৃতিক বিপর্যয়ের জেরে বিদ্যালয়ের ভগ্নপ্রায় দশা, সাম্প্রতিক ঝড়ে উড়েছে স্কুলের ছাদ । স্কুল খোলার আগে চিন্তায় শিক্ষকরা (school reopen)৷
করোনা পরিস্থিতির জেরে 2020 সালের মার্চ মাস থেকে বন্ধ ছিল রাজ্যের সমস্ত স্কুল, কলেজ । দফায় দফায় নানা নিয়মবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠানের একাংশ খোলা হলেও, ছোটদের ক্লাসে যাওয়া বন্ধই ছিল । তবে এ বার প্রাথমিকের অফলাইন ক্লাস শুরু করছে রাজ্য সরকার ৷ তাই সাগরের প্রাথমিক স্কুলগুলিকে পঠন পাঠনযোগ্য করে তুলতে শুরু হয়েছে যুদ্ধকালীন তৎপরতা ৷
পাড়ায় শিক্ষালয়ের পর এবার পুরোদমে খুলতে চলেছে ছোটদের স্কুল ৷ বুধবার থেকেই স্কুল খোলার নির্দেশ পাওয়ার পর সুন্দরবনের বেশকিছু প্রান্তিক এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলিতে তড়িঘড়ি শুরু হয়েছে সংস্কারের কাজ । দীর্ঘদিন ধরে স্কুল না চলার কারণে ব্ল্যাকবোর্ড ঢেকেছে ধুলোর চাদর । বেহাল অবস্থায় রয়েছে স্কুলের বেঞ্চ থেকে পানীয় জলের কল । বিদ্যালয়ের প্রাঙ্গণ সংস্কার ও ক্লাসরুমগুলি সংক্রমণমুক্ত করার কাজ চলছে ।