বাসন্তী, 24 জানুয়ারি: ঘন কুয়াশার জেরে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ রাস্তার পাশের পুকুরে পড়ে গেল ট্যাক্সি ৷ মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে ৷ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে হলুদ ট্যাক্সিটি পড়ে গিয়েছে বলে খবর । তবে স্থানীয় সূত্র অনুযায়ী, ট্যাক্সির মধ্যে ছিল তিনজন ছিলেন । তাঁরা সবাই এখন সুরক্ষিত রয়েছেন ৷
ভোরের দিকে ঘন কুয়াশার মধ্যে দৃশ্যমানতা কমে যায় ৷ গাড়িচালকদের জন্য দূরের কিছু দেখতে পাওয়া মুশকিল হয়ে যায় ৷ তেমনটাই ঘটেছে এক্ষেত্রে ৷ কুয়াশা ঢাকা রাস্তায় দিক নির্দেশ করতে না-পেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় হলুদ ট্যাক্সি । সামান্য দূরত্বে কিছুই দেখা যাচ্ছে না ৷ অন্যদিক থেকে আসছিল আরেকটি গাড়ি ৷ কুয়াশার কারণে সামনে কী রয়েছে, তা স্পষ্ট ছিল না ৷ যার ফল হল মারাত্মক ৷ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে উল্টে গেল গাড়িটি ৷
ভয়ংকর এই দুর্ঘটনাটি ঘটেছে বাসন্তীতে ৷ ঘটনায় গুরুতর আহত হন চালক-সহ তিন জন ৷ স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় ৷ ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে যায় ৷ পুকুরে পড়ে থাকা গাড়িটিকে উদ্ধার করে থানাতে নিয়ে আসে ৷