পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Raod Accident in Basanti: ঘন কুয়াশায় দৃশ্যমানতা তলানিতে, বাসন্তীতে উলটে গেল যাত্রীবাহী ট্যাক্সি - কুয়াশার জেরে দুর্ঘটনা

ভোরের দিকে ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে শহর, শহরতলি গ্রামের রাস্তা, পথঘাট ৷ তাতে সামান্য দূরত্বেও কিছু দেখা যাচ্ছে না ৷ এতে দুর্ঘটনা ঘটছে (poor visibility due to fog) ৷

Road Accident due to Fog
পথ দুর্ঘটনা

By

Published : Jan 24, 2023, 2:34 PM IST

বাসন্তী, 24 জানুয়ারি: ঘন কুয়াশার জেরে মর্মান্তিক পথ দুর্ঘটনা ৷ রাস্তার পাশের পুকুরে পড়ে গেল ট্যাক্সি ৷ মঙ্গলবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বাসন্তীতে ৷ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে হলুদ ট্যাক্সিটি পড়ে গিয়েছে বলে খবর । তবে স্থানীয় সূত্র অনুযায়ী, ট্যাক্সির মধ্যে ছিল তিনজন ছিলেন । তাঁরা সবাই এখন সুরক্ষিত রয়েছেন ৷

ভোরের দিকে ঘন কুয়াশার মধ্যে দৃশ্যমানতা কমে যায় ৷ গাড়িচালকদের জন্য দূরের কিছু দেখতে পাওয়া মুশকিল হয়ে যায় ৷ তেমনটাই ঘটেছে এক্ষেত্রে ৷ কুয়াশা ঢাকা রাস্তায় দিক নির্দেশ করতে না-পেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে যায় হলুদ ট্যাক্সি । সামান্য দূরত্বে কিছুই দেখা যাচ্ছে না ৷ অন্যদিক থেকে আসছিল আরেকটি গাড়ি ৷ কুয়াশার কারণে সামনে কী রয়েছে, তা স্পষ্ট ছিল না ৷ যার ফল হল মারাত্মক ৷ নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি পুকুরে উল্টে গেল গাড়িটি ৷

ভয়ংকর এই দুর্ঘটনাটি ঘটেছে বাসন্তীতে ৷ ঘটনায় গুরুতর আহত হন চালক-সহ তিন জন ৷ স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় ৷ ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার পুলিশ ঘটনাস্থলে যায় ৷ পুকুরে পড়ে থাকা গাড়িটিকে উদ্ধার করে থানাতে নিয়ে আসে ৷

আরও পড়ুন:কুয়াশার দাপটে কমেছে দৃশ্যমানতা, দেরিতে চলছে পূর্ব রেলের সব দূরপাল্লার ট্রেন

এক স্থানীয় বাসিন্দা বলেন, "খুব সকালে আমি এই রাস্তা দিয়েই হেঁটে যাচ্ছিলাম ৷ সেই সময়ে একটু দূর থেকে এই ট্যাক্সিটিকে দেখতে পাই ৷ খানিকটা আন্দাজ করেছিলাম ঘন কুয়াশায় ট্যাক্সির চালক ঠিকমতো রাস্তা বুঝতে পারছেন না ৷ তারপর একটু কাছাকাছি আসার পর ট্যাক্সিটি হঠাৎ রাস্তা থেকে সরে গিয়ে পাশে পুকুরের উপর উলটে যায় ৷" ওই ব্যক্তি আরও বলেন, "উলটে যাওয়ার পরে দেখি কয়েকজন ব্যক্তি ট্যাক্সি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন । আমি এবং আরও কিছু লোকজন ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করার চেষ্টা করি । ভালো কথা এটাই যে, ট্যাক্সিতে থাকা কারও কোনও বেশি আঘাত লাগেনি ।" অন্য কোনও কারণ নয়, ঘন কুয়াশার জেরেই এই দুর্ঘটনা বলে মনে করছেন ঘটনাস্থলে থাকা স্থানীয় প্রত্যক্ষদর্শীরা ৷

মাঘ মাসের শুরুতেই প্রায় বেপাত্তা হয়ে গিয়েছে শীতের প্রকোপ । মঙ্গলবার সকাল থেকেই শহর কলকাতাসহ শহরতলি ও জেলায় জেলায় কুয়াশার চাদর দেখা দিয়েছে । কুয়াশার জেরে দৃশ্যমানতা অনেকটাই কমে গিয়েছে । যার জেরে বিভিন্ন এলাকা থেকে আসছে ছোট থেকে বড় দুর্ঘটনার খবর। প্রবল কুয়াশার জেরে সমস্যায় পড়তে হচ্ছে গাড়ির চালক, বাইক কিংবা সাইকেল আরোহীদের ।

ABOUT THE AUTHOR

...view details