ভাঙড়, 17 এপ্রিল : লোকসভা নির্বাচনে ভোট দিতে বাড়ি যাচ্ছেন ভিন রাজ্যের শ্রমিকরা। ফলে বানতলা শিল্পনগরীতে কমছে শ্রমিকের সংখ্যা। কমছে চর্মজাত দ্রব্যের উৎপাদন।
ভোট দিতে ঘরে ফিরছেন ভিন রাজ্যের শ্রমিকরা, ক্ষতির শঙ্কা চর্মশিল্পে - Bhangor
ভোট দিতে ঘরে ফিরছেন ভিন রাজ্যের শ্রমিকরা। ক্ষতির আশঙ্কা চর্মশিল্পে।
ইতিমধ্যেই বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডের শ্রমিকরা বাড়ি ফিরছেন। নিজেদের শিডিউলড ডিউটি শেষ করে ভাঙড়, মিনাখা, জীবনতলার বাসিন্দারা এখন নিজেদের এলাকায় যাচ্ছেন রাজনৈতিক দলের প্রচারে যোগ দিতে। আবার কেন্দ্রে সরকার পরিবর্তন হবে, নাকি নতুন সরকার আসবে সেদিকেও সতর্ক দৃষ্টি রাখছেন ট্যানারির মালিকরা। শ্রমিক না থাকার জেরে ব্যাহত হচ্ছে চর্মজাত দ্রব্যের উৎপাদনও। ফলে ভোট বাজারে মুনাফাও কমছে ব্যবসায়ীদের।
বাসন্তী রাজ্য সড়ক লাগোয়া ভাঙড়-1 ব্লকের তাড়দহ অঞ্চলে 400 টি ছোটো-বড় কারখানা নিয়ে বানতলা চর্মনগরী শুরু হলেও এখন তার সংখ্যা 500-র বেশি। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এক লাখ বিশ হাজার মানুষের কর্মসংস্থান হয় বানতলা চর্মনগরীতে। ফলে বানতলার শ্রমিক ভোট ব্যাঙ্ক নিজেদের ঝুলিতে পুরতে সবসময় সচেষ্ট হয় রাজনৈতিক দলগুলি। শিল্পনগরীর দায়িত্বে থাকা শ্রমিক নেতা রাকেশ রায় চৌধুরি বলেন, "জয়নগরের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে আমরা শ্রমিক-কর্মচারীদের মধ্যে প্রচার চালাচ্ছি। প্রার্থী নিজেও চর্মনগরীতে প্রচারে আসবেন খুব তাড়াতাড়ি। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের যেসব শ্রমিক বানতলায় কাজ করেন তাঁরা এখন ঘরে ফিরছেন ভোট দিতে।"