পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu-Kunal Tweets: ডায়মন্ডহারবারে জনসভার আগে 'অপদার্থদের কুনাট্য' ! তৃণমূলের নিশানায় শুভেন্দু - ডায়মন্ডহারবারে শুভেন্দুর জনসভা অপদার্থদের কুনাট্য

শনিবার শুভেন্দু-গড় কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা ৷ আর অন্যদিকে অভিষেকের সংসদীয় এলাকা ডায়মন্ডহারবারে সভা শুভেন্দুর ৷ শুক্রবার রাতে মঞ্চ খোলা নিয়ে তৃণমূল-বিজেপি দোষারোপের পালা শুরু (Decorator sparks row between TMC and BJP) ।

Diamond Harbour BJP Rally
ETV Bharat

By

Published : Dec 3, 2022, 9:03 AM IST

Updated : Dec 3, 2022, 9:17 AM IST

কাঁথি, 3 ডিসেম্বর: আজ শুভেন্দু গড়ে অভিষেক ৷ আর ডায়মন্ডহারবারে শুভেন্দু ৷ তার আগের রাতে ধুন্ধুমার কাণ্ড ৷ ডায়মন্ডহারবারে জনসভার ডেকরেটারকে নিয়ে বিতর্ক পৌঁছল টুইট যুদ্ধে ৷ শুক্রবার রাতে শুভেন্দু অধিকারী একটি টুইটে ভিডিয়ো পোস্ট করেন ৷ তাতে বিরোধী দলনেতার দাবি, তাঁর সভার আগে মঞ্চ খুলে ফেলা হচ্ছে । তাঁর অভিযোগ, কয়লা-ভাইপোর নির্দেশেই এই কাজ করছে গুন্ডা বাহিনী । যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ এরই পালটা দেয় তৃণমূল । দলের নেতা কুণাল ঘোষ থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্যরা দাবি করেন মঞ্চ খুলে ফেলা নিয়ে বিরোধী দলনেতা যে দাবি করছেন তা মিথ্যা । দুই ডেকরেটারের মধ্যে ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরেই মঞ্চ খোলা হয়েছে । এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই । সবমিলিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পা রাখার আগে সেই ভিডিয়ো ঘিরে উত্তপ্ত বিজেপি নেতার জনসভাস্থল (Suvendu Adhikari tweets before Diamond Harbour Rally) ৷

কী আছে সেই ভিডিয়োতে ?

ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক মহিলা পুলিশের কাছে নিজের পরিচয় দিচ্ছেন মমতা পুরকাইত ৷ তিনি মহিলা পুলিশ আধিকারিককে বলেন, "আমার বাড়ি ডায়মন্ডহারবারে ৷ আমার বাপের বাড়ি মথুরাপুরে ৷ আমার বাবার ডেকরেটারের ব্যবসা ৷ তিনি সব সামগ্রী মথুরাপুর থেকে ভাড়া দেন ৷ এখানে (ডায়মন্ডহারবারের জনসভায়) যে সব জিনিস এসেছে, তা রায়দিঘি থেকে ৷" মমতা পুরকাইতের বক্তব্য, শুভেন্দুর জনসভায় যে ঠিকাদার ডেকরেটারের সামগ্রী এনেছেন, তিনি মহিলার বাবার কাছ থেকে অর্থাৎ মথুরাপুর থেকে সেই সব সামগ্রী নিয়ে রায়দিঘি গিয়েছেন ৷ তারপর রায়দিঘি থেকে ডায়মন্ডহারবারে এনেছেন ৷

পুলিশ আধিকারিক তাঁর কথা শুনে বলেন, "আপনার সঙ্গে সরাসরি চুক্তি হয়নি, ভায়া হয়ে এসেছে ৷" মহিলার অভিযোগ, "আমার বাবা সব জিনিসপত্র ফেরত চাইছেন ৷ তাঁকে ভুল কথা বলে ঠিকাদার এইসব এখানে (ডায়মন্ডহারবারে) নিয়ে এসেছে ৷" মমতা পুরকাইতের দাবি, "আমার বাবা ভাড়া দিতে চাইছিলেন না ৷ আমি এখন সব জিনিস এখান থেকে নিয়ে যেতে চাই ৷"

আরও পড়ুন: শান্তিকুঞ্জের পাশেই অভিষেকের সভা, থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী

পুলিশ আধিকারিক সমস্যা সমাধানে জনসভার ঠিকাদারের খোঁজ করেন ৷ তিনি উপস্থিত সাধারণ মানুষকে জিজ্ঞেস করেন, "আপনাদের ঠিকাদার কোথায় ?" তখন পালটা বিজেপি কর্মী-সমর্থকেরা পুলিশকে বলেন, "আপনার কাছে লিখিত অভিযোগ কোথায় ?" পুলিশ জানান, তাঁর কাছে লিখিত কোনও অভিযোগ নেই ৷ এরপর পুলিশ ও বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে বচসা শুরু হয় ৷ তাঁরা বলেন, "এত বড় মঞ্চটা হল কী করে ? যা কিছু হচ্ছে হাইকোর্টের নির্দেশে ৷ তিনি (মহিলা) যা বলছেন, সব কথাই হাইকোর্টে জানানো হবে ৷ আমাদের যা বলার, তা মহামান্য আদালতের কাছে বলব ৷" এরপর পুলিশ আধিকারিক মমতা পুরকাইতকে একটি লিখিত অভিযোগ দায়ের করার নির্দেশ দেন ৷ তবে অভিযোগকারী আদৌ অভিযোগ দায়ের করেছেন কি না, তা জানা যায়নি ৷

শুভেন্দু অধিকারীর টুইট

এ নিয়ে শুভেন্দু অধিকারী শুক্রবার টুইট করেন, "হাইকোর্ট আগামিকাল ডায়মন্ডহারবারে মিছিলের অনুমতি দিয়েছে ৷ কয়লা ভাইপো তাঁর গুন্ডা এবং উর্দিধারী চাকরদের সব বন্দোবস্ত পণ্ড করার জন্য মাঠে নামিয়েছেন ৷ কাল সকালে সভা হবেই ৷" তিনি ভাইপোকে চ্যালেঞ্জ ছোড়েন, "যদি পারেন, আমাদের আটকাবেন ৷ যত শক্তি আছে, সব দিয়ে চেষ্টা করুন ৷"

কুনাল ঘোষের টুইট

এই টুইটের জবাবে পালটা টুইট করে কুণাল ঘোষ লেখেন, "অপদার্থদের কুনাট্য ৷" তিনি জানান, ডেকরেটরের যদি নিজেদের সমস্যা থাকে, তারা যদি কাজ না করে, তাহলে তৃণমূল কংগ্রেস কী করবে ? শুভেন্দু অধিকারী তথা বিজেপিকে নিশানা করে তিনি লেখেন, "শুভেন্দুরা নিজেদের ব্যর্থতা ঢাকতে তৃণমূলের উপর দোষ দিচ্ছে ৷ নিজেরা কাজ করাতে পারবে না, আর টুইটে দোষারোপ অন্যকে ৷ এসব কুনাট্য চলবে না ৷" পাশাপাশি বিরোধী দলনেতাকে দেবাংশুর কটাক্ষ, ডায়মন্ডহারবারে কারও কোনও সমস্যা হলে তার জন্য বিশেষ হেল্পলাইন চালু করেছেন স্থানীয় সাংসদ অভিষেক । সেখানে যোগাযোগ করলে ভালো ডেকরেটারের সন্ধান পেতে পারেন শুভেন্দু ।

আরও পড়ুন: 'ডিসেম্বর পড়ে গিয়েছে, আর বেশি দিন বাকি নেই...', কী ইঙ্গিত সুকান্তর ?

Last Updated : Dec 3, 2022, 9:17 AM IST

ABOUT THE AUTHOR

...view details