পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu Slams TMC: আতঙ্কের নাম শুভেন্দু, আতঙ্কের নাম 1956, তৃণমূলকে কটাক্ষ বিরোধী দলনেতার

দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে সভা করল বিজেপি ৷ সেই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

Suvendu Adhikari Slams Mamata Banerjee and Abhishek Banerjee from Diamond Harbour
Suvendu Slams TMC: আতঙ্কের নাম শুভেন্দু, আতঙ্কের নাম 1956, তৃণমূলকে কটাক্ষ বিরোধী দলনেতার

By

Published : Dec 3, 2022, 3:43 PM IST

Updated : Dec 3, 2022, 4:23 PM IST

ডায়মন্ড হারবার (দক্ষিণ 24 পরগনা), 3 ডিসেম্বর: তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) ভয় পাচ্ছে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ৷ শনিবার দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের (Diamond Harbour) সভা থেকে দাবি করলেন বিরোধী দলনেতা ৷ তাঁর কথায়, ‘‘আতঙ্কের নাম শুভেন্দু, আতঙ্কের নাম এক নয় পাঁচ ছয় (1956) ৷’’

শনিবার দুপুরে ডায়মন্ড হারবারের লাইট হাউজ মাঠে সভা করেন শুভেন্দু অধিকারী ৷ প্রাথমিকভাবে প্রশাসন অনুমতি না দিলেও পরে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে এই সভা হয় ৷ এদিন ভাষণের শুরুতেই সেই প্রসঙ্গ উল্লেখ করেন তিনি ৷

শুক্রবার রাত থেকেই তৃণমূল কংগ্রেস ও প্রশাসন বিজেপির (BJP) সভা বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করছিল বিজেপি ৷ তারা দাবি করেছিল যে দক্ষিণ 24 পরগনার (South 24 Parganas) বিভিন্ন জায়গায় অবরোধ করে বিজেপি কর্মীদের আটকানো হয়েছে ৷ কোথাও কোথাও মারধরও করা হয়েছে ৷

এদিন সেই প্রসঙ্গও উঠে আসে শুভেন্দুর বক্তৃতায় ৷ সভা বানচাল আটকাতে তিনি কী কী করেছেন, তাও জানান নন্দীগ্রামের (Nandigram) বিধায়ক ৷ তাঁর দাবি, হুমকি দেওয়ায় ডেকরেটরের লোক মঞ্চ খুলে নেয় ৷ কিন্তু তিনি বিজেপি কর্মীদের শান্ত থাকতে বলেন ৷ গোলমালে না জড়াতে বলেন ৷ সভা করতে তিনি হাওড়া থেকে ডেকরটের এনে সব ব্যবস্থা করেছেন বলেও জানান ৷

কিন্তু তৃণমূল কংগ্রেস কেন তাঁর সভা বানচাল করতে চাইছে ? এই প্রশ্নের উত্তর শুভেন্দু মঞ্চ থেকে নিজেই দেন ৷ তাঁর দাবি, তাঁকে তৃণমূল কংগ্রেস ভয় পাচ্ছে ৷ কটাক্ষ করে তিনি বলেন, ‘‘আতঙ্কের নাম শুভেন্দু, আতঙ্কের নাম এক নয় পাঁচ ছয় (1956) ৷’’

প্রসঙ্গত, এদিন মঞ্চে 1, 9, 5 ও 6 লেখা চারটি সোনালি বেলুন নিয়ে হাজির হয়েছিলেন বিজেপি নেতারা ৷ স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে যে কী এই এক নয় পাঁচ ছয় ? এখানে উল্লেখ করা প্রয়োজন, গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মুখোমুখি লড়াই হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারীর ৷ সেই নির্বাচনে মমতাকে 1956 ভোটে হারান তিনি ৷ এই নিয়ে আগেও একাধিকবার কটাক্ষ করেছেন শুভেন্দু ৷ এদিনও তুললেন সেই প্রসঙ্গ ৷

আরও পড়ুন:শুভেন্দুর জনসভায় যেতে বিজেপি কর্মী-সমর্থকদের বাধার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Last Updated : Dec 3, 2022, 4:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details