পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Suvendu attacks Mamata: রাজ্যের 2 কোটি বেকারকে মুখ্যমন্ত্রীর ঘরে পাঠানোর হুঁশিয়ারি শুভেন্দুর - শুভেন্দু অধিকারী

বুধবার নামখানার সাত মাইল বাজারে জনসভাতে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷

Suvendu Adhikari attacks Mamata Banerjee on job issue
Suvendu Adhikari

By

Published : Jun 22, 2022, 9:22 PM IST

নামখানা, 22 জুন: রাজ্যের 2 কোটি বেকারকে মুখ্যমন্ত্রীর ঘরে পাঠানোর হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ বুধবার নামখানার সাত মাইল বাজারে জনসভাতে যোগ দেন তিনি ৷ জনসভাতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা (BJP leader)।

তিনি বলেন, "কয়েক দিন আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যের যদি 17 হাজার প্রার্থীদের চাকরি বাতিল হয়, তাহলে শুভেন্দুর বাড়িতে পাঠিয়ে দেব ৷ আমি বলছি যদি আমার বাড়িতে 17 হাজার চাকরি প্রার্থীদের পাঠিয়ে দেয়, তাহলে রাজ্যের 2 কোটি বেকারকে আমি মুখ্যমন্ত্রীর বাড়িতে পাঠিয়ে দেব ৷"

শুভেন্দু অধিকারী অভিষেককে (Abhishek Banerjee) এদিন তোপ দেগে বলেন, "ডায়মন্ড হারবারের সংসদ তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটা দক্ষিণ 24 পরগনাকে তোলাবাজি করে শেষ করে দিয়েছে ।" তিনি আরও বলেন, "রাজ্যের তোষণের রাজনীতি চলছে, প্রতিনিয়ত আমাকে নতুন নতুন নামে ডাকে এঁরা ৷ কয়েকদিন আগে আমাকে এঁরা নাম দিয়েছে 'দাদামণি' ৷ এবার থেকে আমি কয়লা ভাইপোর মত পিসিমণি বলে ডাকব ৷"

নামখানার সাত মাইল বাজারে জনসভাতে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

আরও পড়ুন :Student Died by Suicide : স্কুল ছুটিতে মোবাইলে আসক্তি ! ফোন কেড়ে নেওয়ায় আত্মঘাতী অষ্টম শ্রেণির ছাত্রী

এর পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা অভিযোগ করেন, "প্রাথমিক শিক্ষক নিয়োগের সাগরের বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার একাধিক আত্মীয়রা চাকরি পেয়েছেন ।"

ABOUT THE AUTHOR

...view details