সুন্দরবন, 18 মে : রাজ্যবাসীর মনে এখনও টাটকা আমফানের স্মৃতি ৷ সুপার সাইক্লোনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গিয়েছিল গোটা রাজ্য ৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছিল উপকূলবর্তী এলাকা ৷ বছর ঘুরতে না ঘুরতেই সেই স্মৃতি উস্কে দিয়ে হাওয়া অফিস জানাল, 23 থেকে 25 মের মধ্যে বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে সুপার সাইক্লেন 'যশ' ৷ যার নামকরণ করেছে ওমান ৷
আবহাওয়া অফিস সূত্রে খবর, একসঙ্গে দু’টি নিম্নচাপ ঘনীভূত হচ্ছে ৷ একটি বঙ্গোপসাগরে ৷ অন্যটি আরব সাগরে ৷ এই দুই নিম্নচাপের কারণেই এই সুপার সাইক্লোনের তৈরি হবে ৷ বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই সুপার সাইক্লোনের গতিমুখ বাংলাদেশের দিকে থাকবে বলেই জানা গিয়েছে । ওড়িশা থেকে বাংলাদেশের সুন্দরবন ও চট্টগ্রাম এলাকা পর্যন্ত এর প্রভাব থাকবে বলে প্রাথমিকভাবে জানিয়েছে আবহাওয়া অফিস ৷