সুন্দরবন, 27 নভেম্বর: একটা নয়, একেবারে জোড়া বাঘ । গাছের ফাঁকে প্রথমে দু'জনকে আলাদা দেখা যায় । এরপর দুটোকেই পাশাপাশি বসে থাকতে দেখা যায় । একেবারে রাজকীয় চালে তারা বসে থাকে । এখনও হাড় কাঁপানো ঠান্ডা পড়েনি । তবে এই সময়টাতেই সুন্দরবনে (Sundarbans) উপচে ওঠে ভিড় ।
গত কয়েকবছর করোনা অতিমারির জেরে পর্যটকরা সেভাবে বেড়াতে যেতে পারেননি । তবে এবার পরিস্থিতি একেবারেই অন্যরকম । শীতের শুরুতেই পর্যটকরা ভিড় জমাতে শুরু করেছেন সুন্দরবনে । আর সুন্দরবনের বাঘ মামাও নিরাশ করছেন না পর্যটকদের । একেবারে ফ্য়ামিলি নিয়ে পর্যটকদের দর্শন দিচ্ছে তারা । আর এতেই মন ভরে যাচ্ছে পর্যটকদের ৷
বেশ কয়েক বছর ধরে করোনা মহামারীর কারণে সুন্দরবনের (Sundarbans) পর্যটন কেন্দ্রগুলি বন্ধের মুখে দাড়িয়ে ছিল । কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই শীতের মরশুমে পর্যটকদের ঢল নেমেছে সুন্দরবনে । কলকাতা-সহ বিভিন্ন রাজ্য থেকে ইতিমধ্যে বহু পর্যটকেরা ভিড় করেছে সুন্দরবনে । পর্যটকদের মন কেড়েছে সুন্দরবনের জীববৈচিত্র্য । আশায় বুক বাঁধছে সুন্দরবনের পর্যটক শিল্পের (Sundarbans Tourist Industry)সঙ্গে যুক্ত থাকা ট্যুর অপারেটররা ।