সুন্দরবন, 18 সেপ্টেম্বর : পর্যটকদের জন্য সুখবর ৷ আগামী 1 অক্টোবর থেকেই খুলে যাচ্ছে সুন্দরবন (Sundarbans) ৷ ওই দিন থেকেই ফের জলে, জঙ্গলে ঘোরার সুযোগ পাবেন ভ্রমণার্থীরা ৷ বন দফতরের তরফে জারি করা নির্দেশিকায় এমনটাই জানানো হয়েছে ৷ প্রসঙ্গত, কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে শর্তসাপেক্ষে রাজ্যে একের পর এক পর্যটনকেন্দ্র খুলে গেলেও সুন্দরবনকে এতদিন পর্যটকদের ছোঁয়াচ থেকে বাঁচিয়ে রাখা হয়েছিল ৷ ফলে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছিল পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষকে ৷ অবশেষে বন দফতর ফের সুন্দরবন ঘোরার অনুমতি দেওয়ায় সেই দুর্দিন ঘুচবে বলেই আশা ট্যুর অপারেটরদের ৷
আরও পড়ুন :Bengal Safari : পুজোর মুখে খুলে গেল বেঙ্গল সাফারি পার্ক, খুশির হাওয়া পর্যটন মহলে
সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের ফিল্ড ডিরেক্টর তাপস দাস এই প্রসঙ্গে বলেন, ‘‘আগামী 1 অক্টোবর থেকেই পর্যটকরা সুন্দরবন ভ্রমণের জন্য বুকিং করতে পারবেন ৷ তবে সরকারি নির্দেশিকা অনুযায়ী, পর্যটকদের সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে ৷’’ সুন্দরবনের পর্যটন ব্যবসায়ী নিউটন সরকার, বাপ্পাদিত্য রায়রা জানিয়েছেন, জঙ্গল বন্ধ থাকায় পুজোর বুকিং নিতে পারছিলেন না তাঁরা ৷ বন দফতর পুজোর মরশুম শুরু হওয়ার ঠিক আগেই জঙ্গল খুলে দেওয়ায় সকলেই খুব খুশি। সরকারি নির্দেশ মেনেই তাঁরা পর্যটকদের ঘোরার যাবতীয় আয়োজন করবেন বলে জানিয়েছেন।