পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শনিবার ভরা কোটাল, অশনি সংকেত দেখছে সুন্দরবন - full moon tide in sundarbans

ভরা কোটালের আগে যুদ্ধকালীন তৎপরতায় সুন্দরবনের একাধিক জায়গায় নদী মাঠ মেরামতের কাজে লেগে পড়েছে প্রশাসন ।

Sundarbans
Sundarbans

By

Published : Jun 25, 2021, 10:55 PM IST

Updated : Jun 26, 2021, 7:12 AM IST

সুন্দরবন, 26 জুন : ঘূর্ণিঝড় যশের ঘা এখনও শুকোয়নি ৷ মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো শনিবার পূর্ণিমার ভরা কোটাল । ভরা কোটালের জেরে জলস্ফীতি দেখা দেবে নদীগুলিতে ৷ যা নিয়ে অশনি সংকেত দেখছে সুন্দরবনবাসী । পূর্ণিমার ভরা কোটাল নিয়ে আতঙ্কে সাধারণ মানুষ ৷ তটস্থ প্রশাসন ৷

বিধ্বংসী ঘূর্ণিঝড় যশের প্রভাবে সুন্দরবনের শান্ত নদীগুলি কীভাবে মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল তা দেখেছে সুন্দরবনবাসী ৷ একের পর এক গ্রাম ভাসিয়ে নিয়ে গিয়েছে । বেঁচে থাকার শেষ সম্বলটুকু হারিয়েছে উপকূলের তীরবর্তী এলাকার বহু মানুষ । এখনও সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন ৷ তারই মধ্যে কোটালের জলস্ফীতি দেখা দেবে সুন্দরবনের একাধিক এলাকায় । যা নিয়ে আতঙ্কে সাধারণ মানুষ থেকে প্রশাসন ।

ভরা কোটালের আগে যুদ্ধকালীন তৎপরতায় সুন্দরবনের একাধিক জায়গায় নদী মাঠ মেরামতের কাজে লেগে পড়েছে প্রশাসন । ঘূর্ণিঝড় যশের জেরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ঘোড়ামারা দ্বীপ , মৌসুনি দ্বীপ, কুলতলি সহ উপকূল তীরবর্তী বিস্তীর্ণ এলাকা ৷ এছাড়া পাথরপ্রতিমা বিধানসভার অন্তর্ভুক্ত গোবর্ধনপুর, জি প্লটের বিস্তীর্ণ অঞ্চল নদীবাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল । কোটালের কথা মাথায় রেখে সুন্দরবনের একাধিক উপকূল তীরবর্তী এলাকার জলপথে পরিদর্শন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা ।

আরও পড়ুন : ত্রাণ নয়, চিরস্থায়ী সমুদ্র বাঁধ চাই; কাতর আর্জি চাঁদপুরবাসীর

কোটালের মোকাবিলায় প্রশাসনের তরফ থেকে কোনওরকম খামতি যাতে না থাকে সেই বিষয়ে দফায় দফায় বৈঠক হয়েছে । ইতিমধ্যে সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকার মানুষজনকে ত্রাণশিবিরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন । সুন্দরবনবাসীর আশঙ্কা, কোটালে যে সকল কাঁচামাটির নদীবাঁধগুলি রয়েছে সেগুলি ভেঙে গিয়ে আবার নতুন করে ভাসিয়ে নিয়ে যাবে নোনা জল । তাদের অভিযোগ, বারবার প্রশাসনের কাছে স্থায়ী কংক্রিটের নদীবাঁধের অনুরোধ করা হলেও সুরাহা হয়নি ।

Last Updated : Jun 26, 2021, 7:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details