সুন্দরবন, 26 সেপ্টেম্বর: আমফান (Amphan) ও যশের (Yaas) স্মৃতি এখনও টাটকা ৷ মরার উপর খাঁড়ার ঘা আরও একটা ঘূর্ণিঝড়ের ভ্রূকুটি ৷ বাংলার কান ঘেঁষে বেরিয়ে যাওয়ার পূর্বাভাস থাকলেও 'গুলাব' (Gulab Cyclone) আতঙ্ক কাটছে না বঙ্গবাসীর ৷ আগাম প্রস্তুতি নিয়ে দুর্যোগ মোকাবিলার চেষ্টা করছে প্রশাসন ৷ তবুও ভয়ে কাঁটা হয়ে রয়েছে আয়লা, আমফান, যশের মতো প্রবল ঘূর্ণিঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সুন্দরবন (Sundarban) ৷
রবিবারই অন্ধ্র-ওড়িশা উপকূলে আছড়ে পড়তে পারে ‘গুলাব’। কলিঙ্গপত্তনমের কাছে ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা । আবহাওয়া দফতরের আশঙ্কা, জোড়া নিম্নচাপের পাশাপাশি গুলাবের প্রভাব কিছুটা হলেও পড়বে রাজ্যের উপর ৷ তার উপর রয়েছে জোড়া নিম্নচাপের ধাক্কা ৷ আপাতত সপ্তাহ শেষে শনি ও রবিবার ছাড় মিললেও মঙ্গলবার থেকে ব্যাপক বৃষ্টি হতে পারে । তবে ‘গুলাব’-এর শক্তি বাড়ার ফলে রবিবার থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে ।
তৈরি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী আরও পড়ুন:Cyclone Gulab: আজই স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'গুলাব', উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস
আবহাওয়া দফতর সূত্রে খবর, এই মুহূর্তে পূর্ব ও মধ্য বঙ্গোপসাগর থেকে শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে একটি ঘূর্ণাবর্ত । প্রায় সমান্তরাল একটি ঘূর্ণাবর্ত রবিবার উত্তর বঙ্গোপসাগরের দিকে যাবে । এই জোড়া ঘূর্ণাবর্তর প্রভাবে রবিবার দুপুর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে । শহর কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার কথা ।
গুলাব মোকাবিলায় তৎপর প্রশাসন, তবু আতঙ্কিত সুন্দরবনবাসী আরও পড়ুন:Cyclone Gulab : 'গুলাব'-এর কাঁটায় ফের ভাসতে পারে দক্ষিণবঙ্গ
গত কয়েক দিনের লাগাতার বৃষ্টির ফলে এখনও জলমগ্ন কলকাতা-সহ রাজ্যের বহু জায়গা । কলকাতা এবং শহরতলির অধিকাংশ খাল-নালা জলে কানায় কানায় পূর্ণ । এই অবস্থায় যদি সামান্য পরিমাণ বৃষ্টিও হয়, সেটা হবে মারাত্মক । ইতিমধ্যে টানা বৃষ্টিতে সুন্দরবনের উপকূল তীরবর্তী এলাকায় বেশ কিছু নদী বাঁধের বেহাল দশা । আজ সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সুন্দরবনের বেশকিছু ভাঙন কবলিত নদী বাঁধ পরিদর্শন করেন । পুলিশ ও প্রশাসনের যৌথ উদ্যোগে মৎস্যজীবী ও উপকূল তীরবর্তী এলাকার বাসিন্দাদের মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে । সুন্দরবনের বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী । প্রশাসনের তরফ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম । সরকার প্রস্তুত ৷ তবু আতঙ্ক পিছু ছাড়ছে না সুন্দরবনবাসীর ৷
আরও পড়ুন: Sovan Baisakhi Ratna: শোভনের বাড়ি কিনে রত্নাকে উচ্ছেদ নোটিশ পাঠাচ্ছেন বৈশাখী, পাল্টা প্রস্তুতি শোভন-পত্নীর