সাগর, 9 মে: ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মোকা । বাংলাদেশ ও মায়ানমার উপকূল অভিমুখ ঘূর্ণিঝড় মোকার । নিম্নচাপ ঘনীভূত হচ্ছে বঙ্গোপসাগরে । ঘূর্ণিঝড় তৈরি হওয়ার আগে ও পরে দু-দু’বার গতিপথ পরিবর্তন করতে পারে মোকা । আবহাওয়াবিদের মতে ঘূর্ণিঝড় মোকার প্রভাব পড়তে পারে এই রাজ্যের উপকূল তীরবর্তী অঞ্চল গুলিতেও । মঙ্গলবার দক্ষিণ 24 পরগনা সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা সাগর ব্লকের নদীবাঁধ গুলির পরিস্থিতি খতিয়ে দেখেন ।
ইতিমধ্যেই রাজ্যের উপকূল তীরবর্তী অঞ্চলগুলিতে জারি করা হয়েছে ঘূর্ণিঝড় মোকা-র সতর্কতা । ঘূর্ণিঝড় মোকাবিলাতে তৎপর রাজ্য প্রশাসন ৷ সুন্দরবনের উপকূল তীরবর্তী ব্লক গুলিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম । বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত করার করা নির্দেশ দেওয়া হয়েছে । মঙ্গলবার সাগর ব্লকের বিডিও অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম । পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীদের সঙ্গে নিয়ে মহড়া দিয়েছেন সাগরের বিডিও সুদীপ্ত মণ্ডল ।
ইতিমধ্যেই সাগরের বিচ্ছিন্ন দ্বীপ ঘোড়ামারাতে স্থানীয় বিডিওর পক্ষ থেকে পাঠানো হয়েছে ত্রাণ সামগ্রী । মোকার প্রভাবে পর্যটকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে পর্যটন কেন্দ্রগুলিতে । আগামী বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্র ও তীরবর্তী এলাকায় পর্যকটকদের যাতাযাতে বিধিনিষেধ জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে । মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তাও জারি করা হয়েছে ৷ ভেসেল না চালানোর পরামর্শ আবহাওয়া দফতরের । বড় জাহাজ চলাচলের উপরও নিয়ন্ত্রণের পরামর্শও দেওয়া হয়েছে।