পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সাগর হাসপাতালে অক্সিজেন কনসেনটেট্রর প্রদান করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী - অক্সিজেন কনসেনটেট্রর

সাগর হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ৷ করোনাকালে সাধারণ মানুষের সুবিধার্থে এই কনসেনট্রেটর প্রদান করলেন মন্ত্রী ৷

অক্সিজেন কনসেনটেট্রর
অক্সিজেন কনসেনটেট্রর

By

Published : Jun 30, 2021, 1:27 PM IST

সাগর, 30 জুন : রাজ্যে অক্সিজেনের ঘাটতি মেটাতে বিশেষ উদ্যোগী হয়েছে রাজ্য সরকার । করোনা সংকটকালে মানুষের স্বার্থে সাগর গ্রামীণ হাসপাতালে অক্সিজেন কনসেনটেট্রর প্রদান করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগর গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ অংশুমান বোস, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুতনু মাইতি, বিডিও সুদীপ্ত মণ্ডল, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি রাজেন্দ্রনাথ খাঁড়া ও সাগর থানার ওসি বাপি রায় ৷

এই বিষয়ে মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, "মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর আমি চারটে অক্সিজেন কনসেনট্রেটর প্রদান করেছি ৷ এর মধ্যে দুটো সন্দেশখালিতে দিয়েছি আর দুটো সাগরে দিলাম ৷ ইতিমধ্যেই আমরা একটা বিভাগীয় মউ করছি ৷ যাতে দক্ষিণ 24 পরগনা ও উত্তর 24 পরগনা এই দুই জেলার হাসপাতালগুলিতে অক্সিজেন কনসেনট্রেটরের ব্যবস্থা করা হবে ৷ যাতে করোনা আক্রান্ত রোগী ও অন্যান্য রোগীরা সময় মতো অক্সিজেন পান ৷"

আরও পড়ুন :প্রীতিভোজ নয়, রক্তদান শিবির করে ভাইপোর বিয়ে সারলেন সোনামুখীর বিধায়ক

ABOUT THE AUTHOR

...view details