পশ্চিমবঙ্গ

west bengal

যশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বঙ্কিমের সঙ্গী সমীর

By

Published : Jun 7, 2021, 11:12 AM IST

Updated : Jun 7, 2021, 12:57 PM IST

রবিবার যশে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসেছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা । তাঁর সঙ্গে ছিলেন পিডিএস নেতা সমীর পূততুণ্ড । দুর্যোগের এই কঠিন সময়ে রাজনৈতিক সৌজন্যতার সাক্ষী থাকল সাগর ৷

যশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বঙ্কিম হাজরা
যশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বঙ্কিম হাজরা

সাগর , 7 জুন : যশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের গিয়েছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা । তাঁর সঙ্গে ছিলেন পিডিএস নেতা সমীর পূততুণ্ড । এই প্রাকৃতিক দুর্যোগে রাজনৈতিক সৌজন্যতার সাক্ষী থাকল সুন্দরবন ৷

রবিবার বঙ্কিম হাজরা বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী ৷ তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানান বর্ষীয়ান পিডিএস এই নেতা ৷ এলাকা পরিদর্শনে এসে দুঃস্থদের হাতে ত্রাণ তুলে দিয়েছিলেন তাঁরা ৷

রাজনৈতিক সৌজন্যতার চিত্র

আরও পড়ুন :হুগলিতে বজ্রপাতে মৃত 3, আহত 1

ওইদিন বঙ্কিম হাজরা বলেন, "রায়মঙ্গল ও গুমুর এলাকাতে যাতে একটা বাঁধ তৈরি করতে পারি এব্যাপারে স্যারের সঙ্গে ফোনে কথা হয়েছে ৷ দুঃস্থদের পুণর্বাসনের কাজ করছি ৷ আপনাদের প্রতি আমাদের গভীর সমবেদনা আছে ৷"

যশের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বঙ্কিম হাজরা ও সমীর পূততুণ্ড

অন্যদিকে, পিডিএস নেতা সমীর পূততুণ্ড বলেন , "এই ভয়াবহ পরিস্থিতিতে সুন্দরবনের মানুষের জন্য সব রাজনৈতিক ভেদাভেদ ভুলে এক হয়ে কাজ করতে হবে ।"

Last Updated : Jun 7, 2021, 12:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details