কুলতলি, 9 নভেম্বর: তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এনআইএ তদন্ত চাইলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ বুধবার দক্ষিণ 24 পরগনার কুলতলির জামতলা বাজারে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেন তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রী অঞ্জনা বসুও ৷ বিজেপির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে মহুয়ার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ নিয়ে সুকান্ত বলেন, "জাতীয় নিরাপত্তার সঙ্গে কোনও আপোস করা উচিত নয় ৷ লোকপাল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে ৷ মহুয়া মৈত্রকে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে ৷ সেখানে গিয়ে সত্যি কথা বলতে হবে তাঁকে ৷ তিনি কীসের প্রলোভনে পাসওয়ার্ড দিয়েছিলেন সব জানাতে হবে ৷ দেশের অর্থনীতিকে দুর্বল করার চেষ্টা করেছিলেন তিনি ৷ আমি চাইব আগামিদিনে ওঁনার বিরুদ্ধে এনআইএ তদন্ত হোক ৷"
অন্যদিকে রামপুরহাট এবং পরে খয়রাশোলে দু'টি বিজয়া সম্মিলনীতে যোগ দেওয়ার কর্মসূচি ছিল বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার । তার মাঝেই তিনি ফেসবুক লাইভে রাজ্য নেতৃত্বকে তীব্র আক্রমণ করেন । অভিযোগ করেন, রাজ্য সভাপতি ও সাধারণ সম্পাদক (সংগঠন)-এর মদতেই জেলা বিজেপিতে অরাজকতা চলছে । জেলা সভাপতি ধ্রুব সাহা লোক দিয়ে তাঁর প্রাণনাশের চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন অনুপম । সেই সঙ্গে জেলারই এক নেতা তাঁর 'জাত' উল্লেখ করে আক্রমণ করেছেন ৷ এমন অভিযোগ তুলে এর বিরুদ্ধে আদালতে যাওয়ার কথা বলেন অনুপম হাজরা । তিনি বলেন, "আমার জাত তুলে কথা বলা হয়েছে । আমি তফসিলি জাতির অন্তর্ভুক্ত । সেই মোতাবেক প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করব ।"