রায়দিঘি, 7 নভেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায় অশিক্ষিত লোকেদের বাংলার রাজনীতিতে নিয়ে এসেছেন, এটাই তাঁর অবদান ৷ মঙ্গলবার এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ এদিন দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বাজার এলাকায় বিজয়া সম্মিলনীর এক অনুষ্ঠানে যোগ দেন সুকান্ত মজুমদার ৷ সেখানেই তিনি একাধিক র্নীতি ইস্যু নিয়ে রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন ৷
এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে সুকান্ত বলেন,"কাজের সময় কাজী আর কাজ ফুরালেই পাজি, মুখ্যমন্ত্রী এই মন্ত্রে বিশ্বাস করেন ৷" তাঁর কথায়,"জ্যোতিপ্রিয় মল্লিক যেখানে সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে বলছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সবটাই জানেন ৷ তাহলে কেন তাদেরকে জেরা করা হচ্ছে না। অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে যে তিনি কিছু জানেন না, দশ বছর ধরে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করে যাচ্ছেন অথচ মুখ্যমন্ত্রী জানেন না এই কথা আর কেউ বিশ্বাস করবে না । অখিল গিরি যে ভাষায় কথা বলছেন তা বাংলার সংস্কৃতি নয় ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার রাজনীতিতে অবদান হল অশিক্ষিত লোকেদের বাংলার রাজনীতিতে আনা ৷ আগামী দিনে সাধারণ মানুষ এর যোগ্য জবাব দেবে ।"