পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: রাজ্যের পরিস্থিতি নিয়ে শাহকে চিঠি সুকান্তর, আদালতের নির্দেশে দ্রুত বাহিনী পাঠাতে আবেদন - Sukant Majumdar

রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অমিত শাহকে চিঠি সুকান্ত মজুমদারের ৷ কলকাতা হাইকোর্টের নির্দেশ মত, দ্রুত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে আবেদন জানালেন রাজ্য বিজেপি সভাপতি ৷

Panchayat Elections 2023 ETV BHARAT
Panchayat Elections 2023

By

Published : Jun 16, 2023, 8:00 PM IST

বাসন্তী, 16 জুন: পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশকে কেন্দ্র করে গত 4-5 দিনের ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ৷ রাজ্যের পরিস্থিতি বিশেষত, ভাঙড় ও চোপড়ায় গতকালের মৃত্যুর বিষয়টি বিস্তারিত চিঠিতে তুলে ধরেছেন সুকান্ত ৷ তাঁর আবেদন রাজ্যের নাগরিকদের নিরাপত্তা দিতে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো, কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করতে যথাযত সাহায্য করুন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেই সঙ্গে হাইকোর্টের বাহিনী সংক্রান্ত রায় পুনর্বিবেচনার জন্য যে আবেদন তৃণমূল করেছে, সে নিয়েও অভিযোগ জানিয়েছেন সুকান্ত ৷

শাহকে লেখা চিঠিতে সুকান্ত উল্লেখ করেছেন, ‘‘আমি প্রথমেই আপনাকে জানাতে চাই, কলকাতা হাইকোর্টের রায় পুনর্বিবেচনার জন্য যে আবেদন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন ৷ হাইকোর্ট রায় দিয়েছে পঞ্চায়েত নির্বাচনের জন্য রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে ৷ রাজ্যে নিরপেক্ষ নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে এর প্রয়োজনীয়তা বুঝেই রায় দিয়েছিল আদালত ৷ এই পুনর্বিবেচনার আবেদনে মূলত হাইকোর্টের রায়ের উপর প্রশ্ন তোলা হয়েছে ৷ এর আসল উদ্দেশ্য, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার বিষয়টিকে আরও বিলম্বিত করা ৷’’

আরও পড়ুন:রাস্তায় ছড়িয়ে বোমা, বৃহস্পতিতে হিংসার পর আজ থমথমে ভাঙড়

এর পাশাপাশি, গতকাল ভাঙড় ও চোপড়ায় যে প্রাণহানির ঘটনা ঘটেছে, তাও ওই চিঠিতে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার ৷ যা সরাসরি নাগরিকদের প্রাণ সংশয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ করেছেন তিনি ৷ পশ্চিমবঙ্গের নাগরিকদের নিরাপত্তা দিতে একমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ছাড়া দ্বিতীয় কোনও উপায় নেই বলে উল্লেখ করেছেন সুকান্ত মজুমদার ৷ রাজ্য বিজেপি সভাপতির তাই আবেদন করেছেন, কলকাতা হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার যে রায় দিয়েছে, তা দ্রুত বলবৎ করা হোক ৷ তাঁর দাবি, রাজ্যের আইনশৃঙ্খলা যাতে আর নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় ৷ তার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা জরুরি ৷

আরও পড়ুন:ভাঙড়ে গুলি চালাতে টাকার বিনিময়ে লোক ভাড়া করে তৃণমূলের শওকত ! ভাইরাল ভিডিয়ো ঘিরে হইচই

গতকাল দক্ষিণ 24 পরগনার বাসন্তী ব্লকের জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের 222 নম্বর বুথে বিজেপির হয়ে মনোনয়ন পেশ করেছিলেন অপর্ণা হালদার ৷ তাঁর স্বামী সন্টু হালদার ওই বুথের সভাপতি ৷ গতকাল রাতে তাঁরা বাড়ি ছিলেন না ৷ অভিযোগ সেই সময় তৃণমূল আশ্রিত 50-60 জন দুষ্কৃতী তাঁদের বাড়িতে ভাঙচুর ও লুঠ করে ৷ আলমারি ভেঙে সোনার গয়না ও টাকা চুরি করা হয়েছে বলে অভিযোগ ৷ এই ঘটনার খবর পেয়ে আজ সুকান্ত মজুমদার প্রার্থী অপর্ণা হালদারের বাড়িতে গিয়ে দেখা করেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details