বারুইপুর, 7 নভেম্বর : আজ 95তম নভেম্বর বিপ্লব দিবস পালন করল দক্ষিণ 24 পরগনার বারুইপুর সিপিআইএম ৷ এদিনের অনুষ্ঠানে সিপিআইএমের জেলা পার্টি অফিসে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও রাহুল ঘোষ-সহ অন্যান্য নেতৃত্বরা ।
কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন সুজন চক্রবর্তী । এরপর শহিদ বেদীতে মাল্যদান করে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়ে তিনি বলেন, "কেন্দ্র সরকার কিছুটা হলেও পেট্রোপণ্যের উপর ভর্তুকির হার কমিয়েছে কিন্তু রাজ্য সরকার সেই বিষয়ে কোনও তাপ-উত্তাপ দেখাচ্ছে না । সরকারের এই বিষয়ে কোনও হেলদোল নেই ৷ এটা কোনও সরকার চলছে না সার্কাস । পেট্রোপণ্যের উপর যে অতিরিক্ত ট্যাক্স চাপিয়েছে তা অবিলম্বে কমাক কেন্দ্র সরকার । পাশাপাশি রাজ্য সরকারও পেট্রোপণ্যের উপর যে ট্যাক্স চাপিয়েছে তাও অবিলম্বে প্রত্যাহার করুক ।"