পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sujan Chakraborty : "সরকার চলছে নাকি সার্কাস ?" পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ইস্যুতে রাজ্যকে তোপ সুজনের - petroleum price hike

বারুইপুরে নভেম্বর দিবসের অনুষ্ঠানে এসে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন সিপিআইএমের রাজ্য কমিটির সদস্য সুজন চক্রবর্তী ৷

Sujan Chakraborty
Sujan Chakraborty

By

Published : Nov 7, 2021, 3:53 PM IST

বারুইপুর, 7 নভেম্বর : আজ 95তম নভেম্বর বিপ্লব দিবস পালন করল দক্ষিণ 24 পরগনার বারুইপুর সিপিআইএম ৷ এদিনের অনুষ্ঠানে সিপিআইএমের জেলা পার্টি অফিসে উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও রাহুল ঘোষ-সহ অন্যান্য নেতৃত্বরা ।

কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন সুজন চক্রবর্তী । এরপর শহিদ বেদীতে মাল্যদান করে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হয়ে তিনি বলেন, "কেন্দ্র সরকার কিছুটা হলেও পেট্রোপণ্যের উপর ভর্তুকির হার কমিয়েছে কিন্তু রাজ্য সরকার সেই বিষয়ে কোনও তাপ-উত্তাপ দেখাচ্ছে না । সরকারের এই বিষয়ে কোনও হেলদোল নেই ৷ এটা কোনও সরকার চলছে না সার্কাস । পেট্রোপণ্যের উপর যে অতিরিক্ত ট্যাক্স চাপিয়েছে তা অবিলম্বে কমাক কেন্দ্র সরকার । পাশাপাশি রাজ্য সরকারও পেট্রোপণ্যের উপর যে ট্যাক্স চাপিয়েছে তাও অবিলম্বে প্রত্যাহার করুক ।"

পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্য ও কেন্দ্রকে তুলোধোনা করলেন সুজন চক্রবর্তী

এদিন তিনি রাজ্য ও কেন্দ্রকে একহাত নিয়ে আরও বলেন, "সাধারণত পেট্রোপণ্যের দাম 40 থেকে 42 টাকা ৷ কিন্তু রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন ট্যাক্সের আওতায় পড়ে সেই পেট্রোপণ্যের দাম দাঁড়িয়েছে 104 টাকা । কেন্দ্র সরকার পেট্রোপণ্যের উপর 5 টাকা কম করলেও কিছু লাভ হবে না ৷ কারণ প্রতিদিন একটু একটু করে অনেক টাকা বাড়িয়েছে কেন্দ্র সরকার । আমরা চাই সম্পূর্ণ টাকাটাই কমাক কেন্দ্র ৷ পাশাপাশি রাজ্য সরকারকেও পেট্রোপণ্য থেকে যে বাড়তি সুযোগ-সুবিধা পায় সেই ট্যাক্স সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে । ট্যাক্সের নাম করে সাধারণ মানুষের টাকা লুঠ করা বন্ধ করুন কেন্দ্র ও রাজ্য সরকার ।"

আরও পড়ুন :Saugata Roy : আরও 6 মাস বিনামূল্যে রেশন চলুক, প্রধানমন্ত্রীকে অনুরোধ সৌগতর

ABOUT THE AUTHOR

...view details