বারুইপুর, 23 জুলাই: রাজ্যের সাতটি রাজ্যসভার আসনে নির্বাচন হওয়ার কথা সোমবার ৷ তবে নির্বাচন কমিশনের নির্দেশে খাতায় কলমে এই নির্বাচনের দিন ঘোষণা হলেও, তৃণমূলের ছয় ও বিজেপির এক প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় যাওয়া একপ্রকার প্রায় নিশ্চিত ৷ তবে, তার আগে রবিবার বারুইপুর থেকে বিজেপি প্রার্থী অনন্ত মহারাজকে নিয়ে বিজেপিকে নিশানা করলেন সুজন চক্রবর্তী ৷ অভিযোগ করলেন, যিনি বারবার বাংলা ভাগের কথা বলে এসেছেন ৷ তাঁকেই রাজ্যসভায় পাঠাচ্ছে বিজেপি ৷ পাশাপাশি প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েও তৃণমূলকে নিশানা করেন সুজন ৷
অনন্ত মহারাজকে রাজ্যসভায় বিজেপির প্রার্থী করা নিয়েও সরব সুজন চক্রবর্তী ৷ তিনি অভিযোগ করেন, ‘‘বাংলা ভাগের পক্ষে যাঁরা সওয়াল করছেন, তাঁদেরকেই রাজ্যসভায় পাঠানো হচ্ছে ৷ বঙ্গ ভাগের কথা আজকের নতুন নয় ৷ বিজেপির যিনি রাজ্যসভার প্রার্থী হয়েছেন অনন্ত মহারাজ, তিনি বাংলা ভাগের কথা বারবার তুলেছেন ৷ এখন রাজ্যসভার সাংসদ পদের প্রার্থী মনোনীত হয়েছেন ৷’’ এই প্রসঙ্গে আরএসএস-এর ভূমিকার কথাও তোলেন সুজন ৷ অভিযোগ করেন, আরএসএস এবং অমিত শাহ-র মদতেই এই সব হচ্ছে ৷