কলকাতা, 28 জুন : টিকা কেলেঙ্কারি থেকে শুরু করে রাজ্যপাল ও রাজ্য রাজনীতি নিয়ে কড়া ভাষায় আক্রমণ করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী । বললেন, "মুখ্যমন্ত্রী বরিষ্ঠ রাজনীতিবিদ, তিনি রাজনীতি করবেন । কিন্তু রাজ্যপালের পদ নিরপেক্ষ । তিনি রাজনীতি করলে তা বিসদৃশ । মুখ্যমন্ত্রী যে অভিযোগ করছেন, বাজার গরম না করে তা প্রকাশ্যে আনুন । অন্যদিকে রাজ্যপাল জিটিএ অডিট নিয়ে যে দাবি জানিয়েছেন, তা অবিলম্বে করা উচিত । অডিট করানোর দায়িত্ব মুখ্যমন্ত্রীর । তিনি সেই দায় এড়াতে পারেন না ।"
রাজ্যপাল রাজ্যভাগে মদত দিতে উত্তরবঙ্গে গিয়েছিলেন কি না তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন সুজন চক্রবর্তী । বললেন, "বিজেপি বাংলা ভাগের চক্রান্ত করছে । এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে । একসময় যে তৃণমূল বিচ্ছিন্নতাবাদকে প্রশ্রয় দিয়েছিল তাদের সঙ্গে নিয়েই এই বাংলা ভাগের চক্রান্তকে রুখে দিতে হবে ।"
আরও পড়ুন : হাওয়ালা-জৈন কেলেঙ্কারির চার্জশিটে নাম ছিল ধনকড়ের, অভিযোগ মমতার