বকখালি, 10 জানুয়ারি: বকখালিতে ফেসবুক লাইভে (Suicide in FB Live) একই পরিবারের তিনজনের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যকর মোড় ৷ হাতে এল এক এক্সক্লুসিভ ফুটেজ ৷ স্থানীয়দের দাবি, কেন ওই পরিবার আত্মহত্যার (suicide in facebook live) পথ বেছে নিয়েছিল, তা স্পষ্ট বোঝা যায় এই ফুটেজ দেখে ৷ মৃত যুবকের দিদি ও জামাইবাবুর উপর স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা সাংঘাতিক মানসিক ও শারীরিক অত্যাচার করেছিল বলেও অভিযোগ করেছেন প্রতিবেশীরা ৷ সেই যন্ত্রণা সহ্য করতে না পেরেই আক্রান্ত মহিলার ভাই ও বাবা-মা আত্মঘাতী হয়েছেন বলে ফেসবুক লাইভে (bakkhali suicide) জানিয়েছিলেন তাঁরা ৷
রবিবার দক্ষিণ 24 পরগনা কুলপির হারা নস্কর পাড়া এলাকার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা রাজ্যে ৷ ভরদুপুরে বকখালির এক শুনশান জঙ্গলে ফেসবুক লাইভ করে আত্মহত্যা করেন একই পরিবারের তিনজন ৷ অভিষেক নস্কর, তাঁর মা রীতা নস্কর ও বাবা অশোক নস্কর । আত্মহত্যার আগে লাইভে অভিষেক বলেছিলেন, আর্থিক প্রতারণার মিথ্যে অভিযোগ এনে তাঁর দিদির উপর অকথ্য অত্যাচার চালিয়েছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা ৷ এমনকী দিদির যৌনাঙ্গে বাঁশও ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি ৷ পুলিশ ও প্রশাসনের দ্বারে গিয়েও কোনও লাভ হয়নি বলে জানিয়ে অভিষেক জানান, তাঁরা বাধ্য হয়ে চরম পথ বেছে নিচ্ছেন ৷