জয়নগর, 21 জুন: পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শাসক-বিরোধী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ 24 পরগনার ভাঙড়-সহ বিভিন্ন জায়গা । তবে সেই জেলারই জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতে ধরা দিল বিপরীত ছবি ৷ সেখানে একজন এসইউসিআই প্রার্থী অন্য রাজনৈতিক দলের হয়ে দেওয়াল লিখছেন ৷ তবে সৌজন্যের খাতিরে নয় ৷ তাহলে কারণটা কী ?
এ কথা অজানা নয় যে, এসইউসিআই দলের মূল দুর্গ হিসেবে পরিচিত জয়নগর । তবে রাজ্যে পালাবদলের পর থেকে সেভাবে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি এই সংগঠন । যদিও দক্ষিণ বারাসতে এসইউসিআই দলের এক প্রার্থী এ বারের পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ৷ তাঁর নাম শিবুরাম দাস ৷ তবে তিনি প্রার্থী এসইউসিআই-এর হলেও অন্যান্য রাজনৈতিক দলের হয়েও দেওয়াল লিখছেন । কারণটা আর কিছুই নয় ৷ পেশাগত দিক থেকে তিনি একজন শিল্পী । আর কথাতেই আছে যে, শিল্পসৃষ্টির ক্ষেত্রে শিল্পীদের কোনও রং হয় না ৷ তাই পেশা ও নেশার টানে সব রাজনৈতিক দলের হয়েই দেওয়াল লিখছেন এসইউসিআই প্রার্থী ৷
এটা নিয়ে নানা গুঞ্জন শুরু হলেও তিনি কিন্তু কোনও কথায় পাত্তা দিতে নারাজ ৷ তিনি বলেন, "এটাই আমার কাজ ৷ তাই আমি সমস্ত রাজনৈতিক দলের দেওয়াল লিখনের কাজ করি প্রতিটা ভোটের সময় ৷ আমি নিজে এ বার প্রার্থী হয়েছি । তাই নিজের দেওয়াল লেখার পাশাপাশি পেশাগত কারণে আমি বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখনের কাজ করছি । এটাই আমার ভাত জোটায় আর এটা থেকেই আমার সংসার চলে । তাই রাজনৈতিক হিংসা সরিয়ে রেখে আমি আমার নিজের কাজটি করে যাচ্ছি ।"