পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Election 2023: রাজনৈতিক হিংসা ভুলে জয়নগরে বিরোধীদের দেওয়াল লিখছেন এসইউসিআই প্রার্থী, কেন জানেন ? - পঞ্চায়েত নির্বাচন 2023

রাজনৈতিক হিংসা, হানাহানি ভুলে দক্ষিণ 24 পরগনার জয়নগরে বিরোধী প্রার্থীদের প্রচারে দেওয়াল লিখছেন এসইউসিআই প্রার্থী শিবুরাম দাস ৷ কারণটা কী ? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন ৷

Panchayat Election 2023
Panchayat Election 2023

By

Published : Jun 21, 2023, 8:08 PM IST

জয়নগরে বিরোধীদের দেওয়াল লিখছেন এসইউসিআই প্রার্থী

জয়নগর, 21 জুন: পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে শাসক-বিরোধী সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল দক্ষিণ 24 পরগনার ভাঙড়-সহ বিভিন্ন জায়গা । তবে সেই জেলারই জয়নগর থানা এলাকার দক্ষিণ বারাসাতে ধরা দিল বিপরীত ছবি ৷ সেখানে একজন এসইউসিআই প্রার্থী অন্য রাজনৈতিক দলের হয়ে দেওয়াল লিখছেন ৷ তবে সৌজন্যের খাতিরে নয় ৷ তাহলে কারণটা কী ?

এ কথা অজানা নয় যে, এসইউসিআই দলের মূল দুর্গ হিসেবে পরিচিত জয়নগর । তবে রাজ্যে পালাবদলের পর থেকে সেভাবে আর মাথা তুলে দাঁড়াতে পারেনি এই সংগঠন । যদিও দক্ষিণ বারাসতে এসইউসিআই দলের এক প্রার্থী এ বারের পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ৷ তাঁর নাম শিবুরাম দাস ৷ তবে তিনি প্রার্থী এসইউসিআই-এর হলেও অন্যান্য রাজনৈতিক দলের হয়েও দেওয়াল লিখছেন । কারণটা আর কিছুই নয় ৷ পেশাগত দিক থেকে তিনি একজন শিল্পী । আর কথাতেই আছে যে, শিল্পসৃষ্টির ক্ষেত্রে শিল্পীদের কোনও রং হয় না ৷ তাই পেশা ও নেশার টানে সব রাজনৈতিক দলের হয়েই দেওয়াল লিখছেন এসইউসিআই প্রার্থী ৷

এটা নিয়ে নানা গুঞ্জন শুরু হলেও তিনি কিন্তু কোনও কথায় পাত্তা দিতে নারাজ ৷ তিনি বলেন, "এটাই আমার কাজ ৷ তাই আমি সমস্ত রাজনৈতিক দলের দেওয়াল লিখনের কাজ করি প্রতিটা ভোটের সময় ৷ আমি নিজে এ বার প্রার্থী হয়েছি । তাই নিজের দেওয়াল লেখার পাশাপাশি পেশাগত কারণে আমি বিভিন্ন রাজনৈতিক দলের দেওয়াল লিখনের কাজ করছি । এটাই আমার ভাত জোটায় আর এটা থেকেই আমার সংসার চলে । তাই রাজনৈতিক হিংসা সরিয়ে রেখে আমি আমার নিজের কাজটি করে যাচ্ছি ।"

আরও পড়ুন:পঞ্চায়েত ভোটে রাজ্যে 22 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অনুমোদন স্বরাষ্ট্রমন্ত্রকের

এ বিষয়ে স্থানীয় তৃণমূল কর্মী মহম্মদ রহমাতুল্লাহ মোল্লা বলেন, প্রতি বছর বিভিন্ন তৃণমূলের কর্মসূচিতে ওই ব্যক্তি দেওয়াল লেখেন । রাজনৈতিক লড়াই অন্য জায়গায় এবং শিল্প অন্য জায়গায় । জয়নগরে রাজনীতিতে হিংসা হানাহানি ও রক্তপাত হয় না বলে দাবি করেন তিনি । তাঁর কথায়, "এখানে আমরা সকলে মিলেমিশে নির্বাচনকে উৎসবের মতো উদযাপন করি । শিবুরাম একজন শিল্পী আর আমরা শিল্পীদের সম্মান করি । তিনি রাজনৈতিক কারণে ভিন্ন দলের প্রার্থী কিন্তু আমাদের যে কোনও দলীয় কর্মসূচিতে দেওয়াল লেখার প্রয়োজন পড়লে তাঁকে ডাকলেই আমরা পাই ।"

ভোট মানেই যে হানাহানি, হিংসা বা রেষারেষি নয়, তারই যেন আভাস মেলে দক্ষিণ বারাসতে ৷ পেটের টানেই হোক বা শিল্পের তাগিদে, রাজ্যের বর্তমান অস্থির বাতাবরণে শাসক-বিরোধীদের এমন সহাবস্থানই দৃষ্টান্ত হয়ে থাকবে, তাতে কোনও সন্দেহ নেই ৷

ABOUT THE AUTHOR

...view details