বাসন্তী (দক্ষিণ 24 পরগনা), 20 ফেব্রুয়ারি : 14 ফেব্রুয়ারি একটি ছিনতাইয়ের ঘটনায় সাফল্য বারুইপুর জেলা পুলিশের। বাসন্তী থানা এলাকার ভারতগড়ের কাছে এক ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। সেই ঘটনায় 3 দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা ৷
বাসন্তী থানার পুলিশের সহযোগিতায় ও বারুইপুর পুলিশ সুপারের নেতৃত্বে বিশেষ দল গঠন করা হয়। ঘটনার 5 দিনের মাথায় বড় সাফল্য পায় পুলিশ। ধরা পড়ে 3 দুষ্কৃতী ৷ তাদের কাছে থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র, নগদ বেশ কিছু টাকা। দুষ্কৃতীদের জিজ্ঞাসা করে পুলিশ জানতে পেরেছে, গত 14 তারিখে বাসন্তীর ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় এরা জড়িত।