সাগর, 3 জুন : করোনা, লকডাউন, আমফান, যশ ৷ এ যেন মরার উপর একের পর এক খাঁড়ার ঘা ৷ যা সামলে ওঠা কার্যত দুষ্কর সাগরের হতদরিদ্র মানুষগুলোর পক্ষে ৷ গত 26 মে ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় যশ ৷ যার রেশ গড়ায় এ রাজ্যেও ৷ প্রাণ বাঁচাতে ভিটে-মাটি ছেড়ে ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নিতে হয় দক্ষিণ 24 পরগনার সাগরের বাসিন্দাদের ৷ তারপর এক সময় ঝড় থামে ৷ আসে ঘরে ফেরার পালা ৷ কিন্তু ছেড়ে যাওয়া সেই ঘর কোথায় ? বদলে পড়ে রয়েছে এক রাশ মাটির ঢিবি ৷ চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ ৷
এই ধ্বংসস্তূপ সরিয়েই এখন বাঁচার রসদ খুঁজে চলেছেন সর্বাহারারা ৷ তল্লাশিতে হাত লাগিয়েছে পরিবারের খুদে সদস্যরাও ৷ তাদের লক্ষ্য অবশ্য অন্য ৷ তারা খুঁজছে তাদের হারিয়ে যাওয়া বই, খাতা, পেন, পেনসিল ৷ বেশিরভাগই মিলছে না ৷ যেটুকু উদ্ধার হচ্ছে, তাও কাদা মাখা, জলে ভেজা ৷ সেগুলোই টেনে বের করে পরিষ্কার করা হচ্ছে ৷ তারপর তা শোকানো হচ্ছে রোদ্দুরে ৷ বই শুকনো হলে ফের নিজেদের মতো করে শুরু হচ্ছে পড়াশোনা ৷