ডায়মন্ড হারবার, 4 জুলাই: খেলতে খেলতে সহপাঠীর ঘুসি ৷ আর তাতেই প্রাণ গেল একাদশ শ্রেণির ছাত্রের (student was killed by a classmates punch)৷ দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের ধনবেড়িয়া হাইস্কুলের । মৃত ছাত্রের নাম মলয় হালদার ৷ বাড়ি ডায়মন্ড হারবার পৌর এলাকার 9 নম্বর ওয়ার্ডের কেল্লার মোড় এলাকায় ৷
সোমবার স্কুলে দ্বিতীয় পিরিয়ডের পর মলয় হালদারের সঙ্গে সহপাঠী সায়ন চক্রবর্তী খেলার ছলে মারপিট শুরু করে । হঠাৎ মলয়ের কানের নিচে একটি ঘুসি মারে সায়ন ৷ আর তারপরই অজ্ঞান হয়ে পড়ে যায় মলয় । এরপরই ছাত্র-ছাত্রীদের কাছে খবর পেতেই শিক্ষকরা আসেন ক্লাসরুমের মধ্যে ৷ তড়িঘড়ি মলয়কে উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।
আরও পড়ুন :ভ্যাকসিন নেওয়ার পর থেকেই অসুস্থ, কালনায় ছাত্রের মৃত্যু নিয়ে ধোঁয়াশা