পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারুইপুর কোভিড ও সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ - বারুইপুর কোভিড হাসপাতালের জন্য অক্সিজেন প্লান্ট

বারুইপুর কোভিড হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য দু'টি পৃথক অক্সিজেন প্লান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর । সেইমতো জমি চিহ্নিতকরণ হয়ে গিয়েছে । দু'টি অক্সিজেন প্লান্ট তৈরি করবে ন্যাশানাল হাইওয়ে অথরিটি।

অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ স্বাস্থ্য দফতরের
অক্সিজেন প্লান্ট বসানোর উদ্যোগ স্বাস্থ্য দফতরের

By

Published : May 10, 2021, 10:11 AM IST

বারুইপুর, 10 মে : কয়েকদিন আগেই বারুইপুর মহকুমা হাসপাতালে একটি 100 শয্যার কোভিড হাসপাতাল শুরু হয়েছিল । তারপর থেকেই অক্সিজেনের চাহিদা বাড়তে থাকে । এই পরিস্থিতিতে সেখানে অক্সিজেন প্লান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর ৷ পাশাপাশি বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য অক্সিজেন প্লান্ট বসানো হবে ৷ ইতিমধ্যেই তার কাজ শুরু হয়ে গিয়েছে ৷

বারুইপুর কোভিড হাসপাতালে প্রতিদিন তিন দফায় প্রায় 130টি বড় ও 120টি ছোট অক্সিজেন সিলিন্ডার আনতে হচ্ছে । কোভিড হাসপাতালে সপ্তাহ দু'য়েকের মধ্যেই পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ শুরু হয়ে যাবে । বারুইপুর কোভিড হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালের জন্য দু'টি পৃথক অক্সিজেন প্লান্ট তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর । সেইমতো জমি চিহ্নিতকরণ হয়ে গিয়েছে । দু'টি অক্সিজেন প্লান্ট তৈরি করবে ন্যাশানাল হাইওয়ে অথরিটি।

বারুইপুর কোভিড হাসপাতালে প্রতিদিন তিন দফায় প্রায় 130 টি বড় ও 120 টি ছোট অক্সিজেন সিলিন্ডার আনা হচ্ছে

আরও পড়ুন,বিধানসভা নির্বাচন, কুম্ভ মেলায় ছড়িয়েছে করোনা সংক্রমণ, জনস্বার্থ মামলার শুনানি আজ

এসিএমওএইচ বারুইপুর ইন্দ্রনীল মিত্র জানিয়েছেন, অক্সিজেন প্লান্ট দু'টি হয়ে গেলে কোভিড হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালে অক্সিজেনের চাহিদা পুরোপুরি মেটানো সম্ভব হবে ।

ABOUT THE AUTHOR

...view details