মগরাহাট, 6 এপ্রিল: শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে নিজের স্বপ্ন পূরণের দিকে একটু একটু করে এগিয়ে চলেছে বিশেষভাবে সক্ষম উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী মগরাহাটের বাপি ফকির (Specially abled HS candidate)। স্বপ্ন শিক্ষক হওয়ার । জন্ম থেকেই নানা সমস্যার কারণে সে হাঁটতে চলতে অক্ষম । কিন্তু সেই প্রতিবন্ধকতাকে দূরে ঠেলে স্বপ্ন পূরণের লক্ষ্যে অবিচল বাপি ৷
দক্ষিণ 24 পরগনার মগরাহাটের (South 24 parganas news) ডিহিকলস সুড়িপুকুর গ্রামের বাসিন্দা বাপি ফকির । বাপি কলস হাইস্কুলে কলা বিভাগের ছাত্র । বিশেষভাবে সক্ষম হওয়া সত্ত্বেও রাইটার না নিয়েই বেঞ্চে শুয়ে সাবলীলভাবে উচ্চমাধ্যমিকের পরীক্ষা দিচ্ছে । মাধ্যমিকে নিজের শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে 312 নম্বর পেয়ে সে উত্তীর্ণ হয়েছিল (specially abled student appears in Higher Secondary exam)।
সংসারে নুন আনতে পান্তা ফুরায় ৷ অভাবের সংসারে নিজেই নিজের পড়াশোনার খরচ চালাতে হয় ৷ বাবা দিনমজুর, পাঁচ ভাই বোনের বড় সংসার । বাপি শাহজাহানের বড় ছেলে। মা সেরিনা বিবি বললেন, বাপি ছোট থেকেই হাঁটতে চলতে পারে না ৷ বহু চিকিৎসা করেও সুস্থ হয়ে ওঠেনি । অন্যান্য ছেলেরা এইরকম অবস্থায় মনোবল হারিয়ে ফেলে ৷ কিন্তু বাপি কখনও তা হতে দেয়নি ৷ শারীরিক প্রতিবন্ধকতা কাটিয়ে সে এগিয়ে চলার লক্ষ্যে স্থির ।