কুলতলি, 22 জানুয়ারি: প্রতিবেশীর লালসার শিকার বিশেষভাবে সক্ষম নাবালিকা ৷ দক্ষিণ 24 পরগনার কুলতলি এলাকার ঘটনা (Specially Able Minor Girl Allegedly Rape at kultali) ৷ 25 ডিসেম্বর রাতে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার নাম করে পাড়ারই এক মহিলা বিশেষভাবে সক্ষম ওই নাবলিকাকে ডেকে নিয়ে যায় ৷ সেই সময়েই অভিযুক্ত তাপস সাঁপুই ওই নাবালিকাকে ধর্ষণ করে ৷ নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই নাবালিকার বাবা কয়েকবছর আগে মারা গিয়েছেন । নাবালিকার মাও নেই। জেঠু, জেঠিমার কাছেই থাকত নাবালিকা। গত 25 ডিসেম্বর রাতে ওই নাবালিকা বাড়িতে একা ছিল । সেই সময়েই পাড়ার এক মহিলার সঙ্গে ডাক্তারের কাছে যায় নির্যাতিতা । সেই ডাক্তারখানার পাশেই অভিযুক্তের দোকান । জোর করে ওই নাবালিককে দোকানের ভিতর নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে । এখানেই শেষ নয়, দ্বিতীয়বার ফের ওই নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করার পর সে অসুস্থ হয়ে পড়ে । তখনই সে বাড়িতে পুরো ঘটনাটি জানায় । ইতিমধ্যেই ওই নাবালিকার পরিবারের তরফে অভিযোগ জানানো হয়েছে স্থানীয় থানায় ।