নরেন্দ্রপুর, 11 নভেম্বর: প্রেমে ব্যর্থ হয়ে আত্মঘাতী সাউথ পয়েন্ট স্কুলের কৃতী ছাত্রী (Student Suicide)! এ বার তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা ছিল (South Point School Student died by suicide)। বাড়ি থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোট । ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার রুমঝুম পার্কে ।
ওই ছাত্রী সোনারপুর ব্লকের খেয়াদহ দুই গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা । বাবা ও মায়ের একমাত্র মেয়ে পড়াশোনা ও মিষ্টি ব্যবহারের জন্য এলাকার সকলের খুব প্রিয় ছিল (Failed Love Affair)। আজ ভোররাতে ঘরের আলো জ্বলছে দেখে মেয়ের ঘরে যান তাঁর বাবা । তিনি গিয়ে দেখেন, সিলিং ফ্যানে ঝুলছে মেয়ের দেহ ।