পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোনারপুরে পুলিশের জালে 5 ডাকাত - ডাকাতির ছক বানচাল

আজ ভোররাতে পুলিশ খবর পায় একদল ডাকাত বড়সড় ডাকাতির জন্য় জড়ো হয়েছে ৷ সেইমতো সুভাষগ্রাম রেলগেটের কাছে ডাকাতদের ডেরায় হানা দেয় পুলিশ ৷

south-24-parganas-sonarpur-police-arrest-a-group-of-goons
সোনারপুর থানার পুলিশের জালে ৫ সদস্য়ের ডাকাতদল

By

Published : Oct 30, 2020, 1:42 PM IST

সোনারপুর, 30 অক্টোবর : বড়সড় ডাকাতির ছক বানচাল করল সোনারপুর থানার পুলিশ ৷ শুক্রবার ভোররাতে খবর পেয়ে 5 জনের একটি ডাকাতদলকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতদের কাছ থেকে একাধিক ইলেক্ট্রনিক সামগ্রীসহ নগদ টাকা উদ্ধার হয়েছে ৷

সোনারপুর থানার পুলিশ জানিয়েছে, আজ ভোররাতে তারা খবর পায় একদল ডাকাত বড়সড় ডাকাতির জন্য় জড়ো হয়েছে ৷ সেইমতো সুভাষগ্রাম রেলগেটের কাছে ডাকাতদের ডেরায় হানা দেয় পুলিশ ৷ সেখান হাতেনাতে 5 জনের ডাকাতদলকে পাকড়াও করে ৷ তাদের কাছ থেকে এলসিডি টিভি, হোম থিয়েটার, প্রিন্টার, ক্য়ামেরা, ব্র্য়ান্ডেড ঘড়ি, মোবাইল ফোন ও নগদ টাকাসহ ডাকাতির জন্য় ব্য়বহার করা অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে সোনারপুর থানার তদন্তকারী দল ৷

পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরে সোনারপুর, নরেন্দ্রপুর, বারুইপুর ও তার আশপাশের এলাকাগুলিতে ডাকাতির ঘটনা ঘটছিল ৷ ফলে পুলিশও সতর্ক হয়ে নজরদারি চালাচ্ছিল ৷ আর সেই সূত্রেই এই ডাকাত দলের খোঁজ পায় পুলিশ ৷ জেরায় তারা আগের ডাকাতির কথা স্বীকার করেছে বলে জানা গিয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details