নামখানা, 10 মে : বুলবুল, আমফান, ইয়াস ৷ একের পর এক ঘূর্ণিঝড়ের ভয়াল স্মৃতি টাটকা রয়ে গিয়েছে। থেকে গিয়েছে ক্ষতচিহ্নও ৷ এরইমধ্যে আবার ধেয়ে আসছে অশনি ৷ ক্রমেই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়ে উপকূলীয় জেলাগুলোকে ভাসাবে অশনি ৷ তবু ঝুঁকি না নিয়ে অশনির মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন (Cyclone Asani Alert in South 24 Parganas) ৷ দুর্যোগ মোকাবিলায় দফায়-দফায় প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক সারছেন জেলাশাসক পি উলগানাথন । মঙ্গলবার নামখানা ব্লক সমষ্টি আধিকারিক উন্নয়ণ পর্ষদের কার্যালয়ে বিভিন্ন দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে প্রশাসনিক বৈঠক সারেন তিনি ৷
ঘূর্ণিঝড় অশনির প্রভাব সরাসরি পড়ছে না রাজ্যে । কিন্ত অশনির জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে উপকূলীয় জেলাগুলিতে ৷ যার মধ্যে অন্যতম দক্ষিণ 24 পরগনা ৷ বিপর্যয় মোকাবিলায় কীভাবে তৈরি হচ্ছে জেলা প্রশাসন ? জেলাশাসক পি উলগানাথন এ ব্যাপারে জানান, দুর্যোগ মোকাবিলায় প্রস্তত তারা ৷ নামখানা এবং গোসাবায় মোতায়েন রাখা হয়েছে 2টি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ প্রস্তুত থাকছে 2টি রাজ্য বিপর্যয় মোকাবিলা দলও ৷ যার মধ্যে একটি গঙ্গাসাগরে এবং অপরটি পাথরপ্রতিমায় ৷ কুইক রেসপন্সের জন্য মোতায়েন রাখা হচ্ছে 6টি ডিস্ট্রিক্ট এমার্জেন্সি টিম ।
তৈরি রাখা হয়েছে 105টি সাইক্লোন শেল্টার । উপকূলবর্তী এলাকার মানুষদের উদ্ধারকার্যের জন্য তৈরি 640টি স্কুল ৷ ইতিমধ্যেই নিচু এলাকা থেকে সরানো হয়েছে প্রায় সাড়ে 5 হাজার মানুষকে ৷ ঘূর্ণিঝড় ক্রমেই শক্তি হারালেও উপকূলবর্তী এলাকাগুলোতে বইতে পারে ঝোড়ো হাওয়া ৷ তাই প্রস্তুত রাখা হয়েছে 40টি গাছ কাটার যন্ত্র, 200টি আস্কা আলো, 15টি জেসিবি, 35টি নৌকো ৷ মোতায়েন রয়েছেন 1000 সিভিল ডিফেন্স ভলান্টিয়ার ৷ কোস্টকার্ডের মাধ্যমে সমুদ্র ও নদীপথে চলছে নজরদারি ৷