নামখানা, 3 ডিসেম্বর :ঘূর্ণিঝড় জাওয়াদের (Cyclone Jawad Alert) মোকাবিলায় প্রস্তুত দক্ষিণ 24 পরগনা জেলা প্রশাসন ৷ নামখানা, সাগর, ডায়মন্ডহারবার-সহ জেলার উপকূলবর্তী সমস্ত এলাকায় মানুষকে সচেতন করতে লাগাতার মাইকিং করা হচ্ছে ৷ মৎস্যজীবীরাও সকলেই ইতিমধ্যেই সমুদ্র থেকে ফিরে এসেছেন ৷ আগামী কয়েকদিন তাঁরা যাতে আর সমুদ্রে না যান, সেই বিষয়েও প্রচার কর্মসূচি চলছে ৷ ইতিমধ্যেই এলাকায় পৌঁছে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ৷ যেকোনও আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে তারা ৷ বাসিন্দাদের অনেককেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৷
আরও পড়ুন :Cyclone Jawad alert at Digha: ঘূর্ণিঝড় 'জাওয়াদের' জন্য সতর্কবার্তা জারি দিঘায়
নামখানার বিডিও শান্তনু সিংহ ঠাকুর জানিয়েছেন, উপকূলীয় এলাকার ত্রাণশিবির এবং স্কুলগুলি খুলে দেওয়া হয়েছে ৷ কোভিডবিধি মেনেই সেখানে মানুষের থাকার বন্দোবস্ত করা হয়েছে ৷ শুকনো খাবার, বেবি ফুড থেকে গবাদি পশুর খোরাক, মজুত করা হয়েছে প্রয়োজনীয় সমস্ত কিছু ৷ প্রত্য়েকটি ত্রাণ শিবিরকে স্যানিটাইজড করা হয়েছে ৷ এলাকাবাসী যাতে সময় থাকতেই ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যান, তার জন্য বাড়ি বাড়ি গিয়ে তাঁদের বোঝানো হচ্ছে ৷