সাগর, 9 মে:ঘূর্ণিঝড়ের নাম শুনলেই আতঙ্ক তৈরি হয় উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের ৷ মোকা নিয়েও তেমনই আতঙ্কে রয়েছেন তাঁরা ৷ পশ্চিমবঙ্গে ঘূর্ণিঝড় মোকার তেমন প্রভাব না-পড়ার কথা বললেও চিন্তা দূর হচ্ছে না সুন্দরবনবাসীদের ৷ গোসাবা থেকে সাগর ব্লকের বিস্তীর্ণ এলাকার নদীবাঁধের বেহাল দশা । সামান্য পূর্ণিমা বা অমাবস্যার কোটালেই বিভিন্ন জায়গায় বাঁধ ভাঙছে, বাঁধে ধস নামছে । এই পরিস্থিতিতে নতুন করে ঘূর্ণিঝড় মোকার প্রভাব সুন্দরবনের উপর পড়লে ফের বাঁধ ভেঙে গ্রামের পর গ্রাম প্লাবিত হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয় মানুষজন ।
যদিও প্রশাসনের তরফে পরিস্থিতি মোকাবিলার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে ।
এর আগে আয়লা, আমফান, বুলবুল ও ইয়াসের প্রভাবেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল সুন্দরবনজুড়ে । এলাকাবাসী বারে বারে শক্তপোক্ত কংক্রিটের নদীবাঁধ তৈরির দাবি জানালেও তার কাজ সবজায়গায় হয়নি ৷ কোনও কোনও এলাকায় তৈরি হলেও বেশিরভাগ জায়গায় এখনও কংক্রিটের নদীবাঁধ তৈরি হয়নি । ফলে প্রাকৃতিক বিপর্যয় নামলে বিস্তীর্ণ এলাকা একদিকে যেমন নদীগর্ভে তলিয়ে যাচ্ছে, তেমনি প্রচুর ক্ষয়ক্ষতিও হচ্ছে । এই পরিস্থিতিতে আরও একটা প্রাকৃতিক দুর্যোগের সামনে দাঁড়িয়ে সুন্দরবনবাসী । ফলে তাঁরা যথেষ্ট আতঙ্কিত ।