পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sonu Nigam in Diamond Harbour : ‘খেলা হবে’ স্লোগানে অভিষেকের এমপি কাপের উদ্বোধনে আসছেন সোনু নিগম - Sonu Nigam in Diamond Harbour

5 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা ৷ উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন সোনু নিগম ৷ টানা এক মাস ধরে চলবে এই ফুটবল প্রতিযোগিতা ।

Sonu Nigam
এমপি কাপের উদ্বোধনে আসছেন সোনু নিগম

By

Published : Nov 30, 2021, 8:44 PM IST

ডায়মন্ডহারবার, 30 নভেম্বর : এবার বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগমের গলাতেও শোনা গেল ‘খেলা হবে’ স্লোগান ৷ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দিয়ে এমপি কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন সোনু নিগম (Sonu Nigam will perform at the opening ceremony of MP Cup Football Tournament) ।

আগামী 5 ডিসেম্বর ডায়মন্ডহারবার মহাকুমা ময়দানে এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা কেন্দ্রের মোট 128টি দল অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায় । 2017-তে এমপি কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee started the MP Cup football Tournament)। কোভিড পরিস্থিতিতে গতবছর টুর্নামেন্ট বন্ধ রাখতে হয় । এবার সুরক্ষাবিধি মেনেই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে । টানা এক মাস ধরে চলবে এই ফুটবল প্রতিযোগিতা ।

আরও পড়ুন : Abhishek Banerjee Tweet : এবার আসল খেলা হবে, অভিষেকের টুইটে তেইশের লড়াইয়ের বার্তা

একটি ভিডিওতে সোনু নিগম বলেন, “হ্যালো ডায়মন্ডহারবার । আমি আপনাদের কাছে 5 ডিসেম্বর আসছি আমার প্রিয় বন্ধু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য । খুব শিগগিরিই দেখা হবে । খেলা হবে ।” 30 ডিসেম্বর মহেশতলার বাটা স্টেডিয়ামে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচেও হবে নক্ষত্র সমাবেশ । টুর্নামেন্টের সংগঠক জাহাঙ্গির খান বলেন, ‘‘তরুণ ও যুব সমাজকে মাঠমুখী করতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ । স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে দলগুলির হয়ে খেলায় অংশ নেবেন বিশিষ্ট ফুটবলাররাও । সম্পূর্ণ কোভিডবিধি মেনেই চলবে এই ফুটবল প্রতিযোগিতা । করোনা সংক্রমণের কথা মাথায় রেখেই প্রত্যেক ফুটবলারের ক্ষেত্রে যেমন থাকছে কঠোর বিধিনিষেধ, তেমনই মাঠে প্রবেশের জন্য দর্শকদের জন্যও থাকবে বেশ কিছু নিয়মকানুন । প্রত্যেক দলের খেলোয়াড়দের বয়স আঠারোর বেশি হতে হবে । নাম নথিভুক্ত করার সময় ও খেলতে নামার আগে দিতে হবে করোনা টিকার দু’টি ডোজের শংসাপত্র । মাস্ক ছাড়া কোনও দর্শককেই মাঠে ঢোকার অনুমতি দেওয়া হবে না । টুর্নামেন্ট কমিটিও মাঠে প্রবেশের আগে বিলি করবে মাস্ক । প্রবেশপথে থাকবে স্যানিটাইজার টানেল ।’’

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details