সোনারপুর, 12 অগস্ট: অ্যান্টিক কয়েনের জন্য অপহৃত হলেন সোনারপুরের এক যুবক । ঘটনাটি ঘটেছে আজ সকালে ৷ দাবি করা হয় মুক্তিপণেরও ৷ অপহরণের অভিযোগ পেয়ে সোনারপুর থানার পুলিশ সুর্যসেন মেট্রো স্টেশনের কাছ থেকে উদ্ধার করে অপহৃত যুবককে । এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট 5 জনকে ।
অপহৃত যুবকের নাম পঙ্কজ ওরফে আকাশ সর্দার। তার বাড়ি সোনারপুরে। তার কাছে 1830 সালের একটি অ্যান্টিক কয়েন আছে বলে জানতে পারে শীতল আগরওয়াল ও শাহনওয়াজ মোল্লা । তারাও অ্যান্টিক কয়েন সংগ্রহ করে। পঙ্কজের কাছে যে অ্যান্টিক কয়েন আছে তার বর্তমান বাজারমূল্য প্রায় ৫০ কোটি টাকা বলে পুলিশি জেরায় জানিয়েছে শীতল আগরওয়াল । শীতল মোমিনপুর এলাকার বাসিন্দা। এই অ্যান্টিক কয়েন হাতানোর জন্য পঙ্কজের সঙ্গে তারা বন্ধুত্ব করে । খরচও করে প্রচুর অর্থ। পঙ্কজ কয়েন দেবে বলেও শেষ পর্যন্ত দিতে অস্বীকার করে। তখন পঙ্কজকে অপহরণের ছক কষে শীতল ও শাহনওয়াজ । সেইমতো পঙ্কজকে তিনদিন আগে অপহরণ করে শাহনওয়াজের বাঁশদ্রোণীর ফ্ল্যাটে আটকে রাখা হয় । এরপর ফোন যায় পঙ্কজের বাড়িতে ।