সোনারপুর, 26 জুন : করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা অনেকটা সামলে উঠেছে রাজ্য ৷ যে জেলাগুলিতে সবথেকে বড় ধাক্কা লেগেছিল, তার মধ্যে রয়েছে কলকাতা ও দুই 24 পরগনা ৷ সেখান থেকে এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে জেলাগুলি ৷ স্বাস্থ্য দফতরের শুক্রবারের বুলেটিন অনুযায়ী, দক্ষিণ 24 পরগনায় আক্রান্ত হয়েছেন 112 জন ৷ কিন্তু আর কোনও ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন ৷ আজ থেকে এলাকার বাজারহাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার নির্দেশিকা জারি করল সোনারপুর রাজপুর পৌরসভা ।
প্রশাসনের সঙ্গে স্থানীয় বাজার কমিটিগুলির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আজ থেকে রাজপুর-সোনারপুর এলাকায় সমস্ত দোকানপাট ও বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ শুধুমাত্র ওষুধ ও দুধের দোকান খোলা থাকবে ৷ এই বিষয়ে আজ থেকে প্রশাসনের তরফে প্রচারও চালানো হয় ৷