পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Sonarpur Illegal Vaccination : বিএমওএইচ ও 5 স্বাস্থ্যকর্মীর মুখোমুখি বসিয়ে জেরা মিঠুন মণ্ডলকে - বেআইনি ভ্যাকসিনেশন সেন্টার

সোনারপুর ভ্যাকসিনকাণ্ডে ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের বিএমওএইচ এবং পঞ্চগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের 5 স্বাস্থ্যকর্মীর সঙ্গে মুখোমুখি বসিয়ে ধৃত মিঠুন মণ্ডলকে জেরা করল পুলিশ ৷ রবিবার রাতেই সোনারপুর থানা থেকে তাঁকে ডায়মন্ড হারবার থানায় নিয়ে যায় পুলিশ ৷

ILLEGAL VACCINATION IN SONARPUER
ডায়মন্ড হারবার থানায় ধৃত মিঠুন মণ্ডল

By

Published : Jul 26, 2021, 11:14 AM IST

ডায়মন্ড হারবার, 26 জুলাই : সোনারপুর ভ্যাকসিনকাণ্ডে ধৃত মিঠুন মণ্ডলকে বিএমওএইচ এবং পাঁচ স্বাস্থ্যকর্মীর সঙ্গে মুখোমুখি বসিয়ে জেরা করল পুলিশ । ধৃত মিঠুন মণ্ডলকে রবিবার রাতে ডায়মন্ড হারবার থানায় নিয়ে যায় সোনারপুর পুলিশ ৷ সেখানে আগেই হাজির হয়েছিলেন ডামন্ড হারবার 1 নম্বর ব্লকের বিএমওএইচ (BMOH) এবং 5 স্বাস্থ্যকর্মী ৷ ওই 5 জন পঞ্চগ্রাম ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মিঠুন মণ্ডলের সঙ্গে কাজ করেন ৷

প্রসঙ্গত, রবিবার স্বাস্থ্য দফতরের কর্মচারী মিঠুন মণ্ডলকে বেআইনি ভ্যাকসিনেশন সেন্টার চালানোর অভিযোগে গ্রেফতার করা হয় ৷ অভিযোগ তাঁর কাছ থেকে ভ্যাকসিনের দু’টি ভায়াল উদ্ধার হয়েছে ৷ জানা গিয়েছে, মিঠুন মণ্ডল পঞ্চগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত থাকার পাশাপাশি মশাট সাবসেন্টারের ভ্যাকসিন কো-অর্ডিনেটর ছিলেন ৷ সেই সূত্রেই সোনারপুরের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে ভ্যাকসিনেশন সেন্টার চালান তিনি ৷ জানা গিয়েছে, ভ্যাকসিন সোনারপুরে দেওয়া হলেও সেন্টার হিসেবে নাম রেজিস্ট্রার করা হয়েছিল ডায়মন্ড হারবারের স্বাস্থ্য কেন্দ্রের ৷

আর সেই কারণেই মিঠুন মণ্ডলের সঙ্গে মুখোমুখি বসিয়ে ওই 5 স্বাস্থ্যকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয় ৷ এমনকি ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের বিএমওএইচ-কেও মিঠুনের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, ভ্যাকসিন কীভাবে বাইরে বেরলো ? বিএমওএইচ-কে সেই প্রশ্ন করা হলে তিনি কোনও জবাব দিতে পারেননি ৷ তবে, মিঠুনের সহকর্মী 5 স্বাস্থ্যকর্মী জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, বাড়ির লোকজনদের ভ্যাকসিন দেওয়ার নাম করে স্বাস্থ্য কেন্দ্র থেকে 50’র বেশি ভ্যাকসিনের ডোজ নিয়ে গিয়েছিলেন মিঠুন ৷

আরও পড়ুন : Illegal Vaccination : বেআইনি টিকাকরণ শিবির চালানোর অভিযোগ, ধৃত স্বাস্থ্য দফতরের কর্মচারী

কয়েকদিন আগেই সোনারপুরের রূপনগর থেকে সম্প্রতি কোভিশিল্ডের দু’টি ভায়াল উদ্ধার হয় ৷ তার পরই তদন্তে নামে পুলিশ ৷ ভায়ালের ব্যাচ নম্বর থেকে কোন স্বাস্থ্য কেন্দ্রে সেগুলি পাঠানো হয়েছিল, প্রথমে তা খুঁজে বের করা হয় ৷ তখনই পঞ্চগ্রাম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নাম সামনে আসে ৷ এর পর তদন্ত করে মিঠুন মণ্ডলের খোঁজ পায় পুলিশ ৷ জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে 30 থেকে 40 জনকে টাকার বিনিময়ে এই ভ্যাকসিন দিয়েছেন মিঠুন ৷ কারও কাছ থেকে 300 টাকা, তো কারও থেকে 400 টাকা করে নিয়েছেন ৷ অন্যদিকে, যাঁরা ভ্যাকসিন নিয়েছেন, তাঁদের কয়েকজনের কাছে ভ্যাকসিনেশনের প্রমাণ হিসেবে মেসেজ গেলেও অধিকাংশের ফোনে কোনও মেসেজ যায়নি ৷ ফলে ভ্যাকসিন নিলেও তা নথিভুক্ত হয়নি ৷ যা নিয়ে চিন্তায় পড়েছেন ভ্যাকসিন গ্রহীতারা ৷

ABOUT THE AUTHOR

...view details