পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সম্পত্তির জন্য মা-কে মারধর, গ্রেপ্তার যুবক - south 24 pargana

সম্পত্তির জন্য মা-কে মারধর করত ছেলে ৷ গতরাতে মা সন্ধ্যা মণ্ডলের অভিযোগের ভিত্তিতে বিষ্ণুপুর থানার পুলিশ গ্রেপ্তার করে কার্তিক মণ্ডল নামে ওই যুবককে ৷ সেইসঙ্গে ঘরে ফিরিয়ে দেয় ওই বৃদ্ধাকে ৷

গ্রেপ্তার যুবক

By

Published : Jul 26, 2019, 2:05 PM IST

বিষ্ণুপুর, 26 জুলাই : সম্পত্তির জন্য মা-কে মারধর করত ছেলে ও বউমা ৷ শুধু তাই নয়, বাড়ি থেকে বেরও করে দেয় ৷ দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার সুলতানগঞ্জের ঘটনা ৷ বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে গতরাতে অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর থানার পুলিশ ৷ পাশাপাশি বৃদ্ধাকে তাঁর ঘরেও পৌঁছে দেয় ৷

বৃদ্ধার নাম সন্ধ্যা মণ্ডল ৷ অভিযোগ, সম্পত্তির জন্য ছেলে কার্তিক মণ্ডল ও বউমা স্বপ্না মণ্ডল মারধর করত ৷ বাড়ি থেকে বের করে দিয়েছিল ৷ যার জন্য তিনি মেয়ে সরস্বতী প্রামাণিকের বাড়ি দু'মাস ছিলেন ৷ মেয়ের সঙ্গে থানায় গিয়ে গতকাল তিনি বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগ পেয়ে গতরাতেই অভিযুক্ত কার্তিক মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ ৷

যদিও অভিযুক্ত বউমা স্বপ্না মণ্ডল তাঁর ও তাঁর স্বামীর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ।

ABOUT THE AUTHOR

...view details