ভাঙড়, 21 মে : ঘরবন্দি করোনা রোগীর খবার বা অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিতে এবার বিশেষ উদ্যোগ নিলেন দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের ইমান, আরপ, স্বপন ও উজ্জ্বলরা ।
করোনা সংক্রমণের সংখ্যাটা প্রত্যেকদিনই হুহু করে বাড়ছে । পাশাপাশি করোনা ছাড়াও অসুস্থ রোগীর সংখ্যাও কম নয় । কার্যত লকডাউনে তাই অসুস্থ রোগীরা পড়েছেন সমস্যায় । যথাসময়ে চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছাতে পারছেন না তাঁরা । তাই তাঁদের কথা মাথায় রেখে এবার রোগীদের জন্য গাড়ির ব্যবস্থা করলেন ভাঙড়ের ঊষপাড়া গ্রামের কয়েকজন যুবক । একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে তাঁরা করোনা আবহে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়েছেন ।
সংগঠনের মূল উদ্যোক্তা ইমান আলি মোল্লা বলেন, ‘‘করোনা আবহে সাধারণ মানুষের কথা ভেবে এমন উদ্যোগ নিয়েছি । একটি ট্যাক্সি ও একটি অটোর মাধ্যমে আমাদের পথ চলা শুরু হয়েছে । গাড়িতে থাকছে অক্সিজেনও । পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবকরা প্রত্যেকদিনই প্রোটিন যুক্ত খবার নিয়ে করোনা রোগীদের বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসছেন ।’’ গত বছর লকডাউনের সময়ও এমন ভাবে তাঁরা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বলে জানান ইমান ।