মথুরাপুর, 16 মে : বাংলার মানুষকে BJP-র সঙ্গে যেতে নিষেধ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি । তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, "যারা যাবেন সমাজ তাঁদের ভালোবাসবে না ।"
BJP-র মিছিলে যাচ্ছেন, 5000 টাকায় জীবন চলবে তো ? হুঁশিয়ারি মমতার - kolkata
আজ মথুরাপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরি মোহন জাটুয়ার সমর্থনে সভা করেন মমতা । সেখানে বাংলার মানুষকে BJP-র সঙ্গে যেতে নিষেধ করলেন তৃণমূল সুপ্রিমো । পাশাপাশি BJP-কে উগ্র ও মৌলবাদী বলে আক্রমণ করেন তিনি ।
আজ মথুরাপুরে তৃণমূল কংগ্রেস প্রার্থী চৌধুরি মোহন জাটুয়ার সমর্থনে সভা করেন মমতা । সেখানে তিনি বলেন, "BJP উগ্র রাজনীতি করে । ওরা মৌলবাদী ।" আরও বলেন, "কতগুলো শয়তান, দুষ্টু লোক দেশের সব অধিকার কেড়ে নিয়েছে । সংখ্যালঘুদের উপর অত্যাচার চালাচ্ছে । যাকে খুশি খুন করছে । কখনও আম্বেদকরের মূর্তি ভাঙছে । ত্রিপুরাতেও স্ট্যাচুও ভেঙেছে । বাংলায় লজ্জাজনক ঘটনা ঘটিয়েছে । বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে । অমিত শাহর নেতৃত্বে এই ঘটনা ঘটেছে । মনীষীদের গায়ে হাত দিলে কেউ ছেড়ে কথা বলবে না ।"
এরপর মানুষের কাছে আবেদন করে মমতা বলেন, "যারা BJP করেন তারা ছেড়ে চলে আসুন । বাংলার সংস্কৃতিকে ভালোবাসেন তো ? তাহলে চলে আসুন ।" BJP টাকা দিচ্ছে বলেও অভিযোগ করেন মমতা । রাতের বেলায় গ্রামে গ্রামে পাহারা দিন । সেন্ট্রাল ফোর্সের সাহায্যে অনেক জায়গায় টাকা নিয়ে যাচ্ছে । বলছে, তুই একটা এজেন্ট হয়ে যা । 5000 টাকা দেব । মনে রাখবেন নরেন্দ্র মোদিকে বাংলার লোক একটি ভোটও দেন, এর থেকে অবিশ্বাস্য কাজ কিছু হবে না । কালও বলে গেছে 300 পাব । 100 পেলে হয় ! নরেন্দ্র মোদি ইতিমধ্যে হেরে গেছে । হেরো বাবু । হেরে গিয়ে কয়েকটা ক্যাডারকে চাঙ্গা করার জন্য বলছে, বাংলায় এত আসন পাব ।" মমতা বলেন, "যারা BJP-র মিছিলে যাচ্ছেন, প্রশ্ন করুন, 5000 টাকায় জীবন চলবে তো ? পাড়ায় গদ্দার হিসেবে চিহ্নিত হয়ে যাচ্ছেন । সুতরাং BJP-কে বর্জন করুন । যখনই দেখবেন কিছু হচ্ছে, বুঝবেন BJP করাচ্ছে । বাংলায় যা অত্যাচার করেছ সব বদলা ইঞ্চিতে ইঞ্চিতে নেব ।"